খাঁচায় আটকে পড়া একটি পূর্ণবয়স্ক বাঘরোল উদ্ধার করল বন দফতর। জানা গেছে দিন কয়েক আগে উলুবেড়িয়া হীরাপুর গ্রাম পঞ্চায়েতের মদাই দক্ষিণপাড়ার বাসিন্দা মনোরঞ্জন কয়ালের বাড়িতে থাকা সারমেয়কে কামড়ায় একটি বাঘরোল। এরপর বাঘরোলটিকে ধরতে বাড়িতে খাঁচা পাতেন মনোরঞ্জন বাবু। মঙ্গলবার রাতে সেই খাঁচাতেই আটকে পড়ে বাঘরোলটি।
বুধবার সকালে খাঁচায় বাঘরোল ধরা পড়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছান পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। তিনি খবর দেন বন দফতরের কর্মীদের। পরে বন দফতরের কর্মীরা বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই প্রসঙ্গে উলুবেড়িয়া বন দফতরের রেঞ্জ ফিচার রাজেশ মুখোপাধ্যায় জানান উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক বাঘরোলটি স্ত্রী। তাকে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, খাঁচায় আটকে পড়া একটি পূর্ণবয়স্ক বাঘরোল উদ্ধার করল বন দফতর। জানা গেছে দিন কয়েক আগে উলুবেড়িয়া হীরাপুর গ্রাম পঞ্চায়েতের মদাই দক্ষিণপাড়ার বাসিন্দা মনোরঞ্জন কয়ালের বাড়িতে থাকা সারমেয়কে কামড়ায় একটি বাঘরোল।
আর ও পড়ুন শহীদ তিতুমীরের ২৪১ তম জন্মদিন উদযাপন নারকেলবেড়িয়ায়
এরপর বাঘরোলটিকে ধরতে বাড়িতে খাঁচা পাতেন মনোরঞ্জন বাবু। মঙ্গলবার রাতে সেই খাঁচাতেই আটকে পড়ে বাঘরোলটি। বুধবার সকালে খাঁচায় বাঘরোল ধরা পড়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছান পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। তিনি খবর দেন বন দফতরের কর্মীদের। পরে বন দফতরের কর্মীরা বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই প্রসঙ্গে উলুবেড়িয়া বন দফতরের রেঞ্জ ফিচার রাজেশ মুখোপাধ্যায় জানান উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক বাঘরোলটি স্ত্রী। তাকে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
খাঁচায় আটকে পড়া একটি পূর্ণবয়স্ক বাঘরোল উদ্ধার করল বন দফতর। জানা গেছে দিন কয়েক আগে উলুবেড়িয়া হীরাপুর গ্রাম পঞ্চায়েতের মদাই দক্ষিণপাড়ার বাসিন্দা মনোরঞ্জন কয়ালের বাড়িতে থাকা সারমেয়কে কামড়ায় একটি বাঘরোল। এরপর বাঘরোলটিকে ধরতে বাড়িতে খাঁচা পাতেন মনোরঞ্জন বাবু। মঙ্গলবার রাতে সেই খাঁচাতেই আটকে পড়ে বাঘরোলটি।বুধবার সকালে খাঁচায় বাঘরোল ধরা পড়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছান পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। তিনি খবর দেন বন দফতরের কর্মীদের। পরে বন দফতরের কর্মীরা বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়।
এই প্রসঙ্গে উলুবেড়িয়া বন দফতরের রেঞ্জ ফিচার রাজেশ মুখোপাধ্যায় জানান উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক বাঘরোলটি স্ত্রী। তাকে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। উল্লেখ্য, খাঁচায় আটকে পড়া একটি পূর্ণবয়স্ক বাঘরোল উদ্ধার করল বন দফতর। জানা গেছে দিন কয়েক আগে উলুবেড়িয়া হীরাপুর গ্রাম পঞ্চায়েতের মদাই দক্ষিণপাড়ার বাসিন্দা মনোরঞ্জন কয়ালের বাড়িতে থাকা সারমেয়কে কামড়ায় একটি বাঘরোল।