মোবাইল হোয়াটসঅ্যাপ ফেসবুকে যুগেও শিশু মনে জায়গা নিচ্ছে পুতুলনাচ। একসময় গ্রামবাংলার ঐতিহ্য ছিল পুতুল নাচ, কবির কবিতায় কলমে ফুটে উঠত পুতুল নাচের ইতিকথা। আজ পুরোটাই ইতিহাস। তাই পুতুল নাচের সংস্কৃতি ধরে রাখতে বসিরহাটে মহাকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রামীণ সংস্কৃতি বইমেলা ১১, তম বর্ষে মূল আকর্ষণ পুতুল নাচ।
নদীয়া থেকে এক ঝাঁক পুতুল নাচের শিল্পী তাদের শিল্পকলার তুলে ধরবে মোট ৭,দিন পুতুল নাচের আসর চারঘাট মেলা প্রাঙ্গণে, আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগে কচিকাঁচারা মোবাইলের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব খুলে সময় কাটাচ্ছে, মোবাইলের কুফল শৈশব মননে ঘরবন্দী হচ্ছে। কচিকাঁচারা মনের বিকাশ যেমন প্রতিহত হচ্ছে, অন্যদিকে শিশুমন মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে একটা জায়গায় সীমাবদ্ধ থেকে যাচ্ছে। মানসিক ও শারীরিক জীবনে শৈশব মন ক্ষতিগ্রস্থ হচ্ছে।
তাই এবার তাদের নতুন সংযোজন খোলা আকাশের নিচে পুতুলনাচের আসর। শৈশব কিশোর মনের বিকাশ ঘটনায় মুল লক্ষ্য, এদিন দেখা গেল মেলা প্রাঙ্গণে। বহু ছাত্র ছাত্রীর সঙ্গে অভিভাবকরাও এই পুতুলনাচ দেখতে এসেছে ছাত্রী প্রজ্ঞা ব্যানার্জি বলেন অনেকদিন পরে পুতুল নাচ দেখতে পেয়ে ভালো লাগছে আবেগাপ্লুত হয়ে পুরনো ইতিহাস শিল্পীরা শিল্পকলাকে পুতুলনাচের মধ্য দিয়ে সামনে থেকে দেখি আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
চারঘাট বইমেলা রেনেসাঁস সংস্কৃতি চক্রের উদ্যোক্তা ভৈরব মিত্র বলেন বহু পুরনো সংস্কৃতি ইতিহাস এই পুতুলনাচের থেকে বাঁচানোর জন্য আমরা এই পুতুল নাচের আসর বসিয়েছি যাতে নতুন প্রজন্ম গর্ভ গর্ভ থেকে বেরিয়েছে মনের বিকাশ ঘটাতে পারে। এই পুতুল নাচ দেখতে সীমান্তে গ্রামবাংলা থেকে কচিকাঁচারা ভিড় জমিয়েছে, শীতের পড়ন্ত বেলায়। গ্রাম্য মেলা আর গ্রাম্য মেলা মানে পুতুল নাচ।
আর ও পড়ুন শহীদ তিতুমীরের ২৪১ তম জন্মদিন উদযাপন নারকেলবেড়িয়ায়
শিল্পীরা জানাচ্ছেন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সরকারি সাহায্যের প্রয়োজন এই শিল্পকলার সঙ্গে বহু শিল্পীরা জড়িত নদীয়ার পুতুল নাচ শিল্পী নারায়ণ রায় বলেন, গ্রামবাংলায় একসময় এই সংস্কৃতি শিল্পকলা সব সময় দেখা যেত। এখন এই শিল্পের সঙ্গে কেউ আসতে চাইছে না অন্য পেশায় চলে যাচ্ছে। এত পরিমান মোবাইল সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে পড়ছে।
তার জন্য এই সংস্কৃতি মানুষ ভুলতে বসেছে আজ, প্রায় বিলুপ্তির পথে। আগে কোন জায়গায় আমরা ১০থেকে ১৫, দিন এই পুতুল নাচের আসর বসত। এখন কোন ক্লাব বা বিয়ে বাড়িতে কেউ ফোন করলে একদিনের জন্য আমরা যাই, যৎসামান্য মূল্য পায়। যত সময় যাচ্ছে ততই এই শিল্প সংস্কৃতি হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার।
উল্লেখ্য, মোবাইল হোয়াটসঅ্যাপ ফেসবুকে যুগেও শিশু মনে জায়গা নিচ্ছে পুতুলনাচ। একসময় গ্রামবাংলার ঐতিহ্য ছিল পুতুল নাচ, কবির কবিতায় কলমে ফুটে উঠত পুতুল নাচের ইতিকথা। আজ পুরোটাই ইতিহাস। তাই পুতুল নাচের সংস্কৃতি ধরে রাখতে বসিরহাটে মহাকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রামীণ সংস্কৃতি বইমেলা ১১, তম বর্ষে মূল আকর্ষণ পুতুল নাচ। নদীয়া থেকে এক ঝাঁক পুতুল নাচের শিল্পী তাদের শিল্পকলার তুলে ধরবে মোট ৭,দিন পুতুল নাচের আসর চারঘাট মেলা প্রাঙ্গণে, আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগে কচিকাঁচারা মোবাইলের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব খুলে সময় কাটাচ্ছে, মোবাইলের কুফল শৈশব মননে ঘরবন্দী হচ্ছে। কচিকাঁচারা মনের বিকাশ যেমন প্রতিহত হচ্ছে, অন্যদিকে শিশুমন মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে একটা জায়গায় সীমাবদ্ধ থেকে যাচ্ছে। মানসিক ও শারীরিক জীবনে শৈশব মন ক্ষতিগ্রস্থ হচ্ছে।