Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The main issue Malda Municipality elecation stopping the filling of wetlands

মালদা পুরভোটের মুল ইস্যু জলা জমি ভরাট বন্ধ করা

মালদা পুরভোটের মুল ইস্যু জলা জমি ভরাট বন্ধ করা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জলা

মালদা পুরভোটের মুল ইস্যু জলা জমি ভরাট বন্ধ করা। পুরসভা ভোট দোর গোড়ায়।  এবার মালদায় ভোটের মুল ইস্যু জলা জমি ভরাট বন্ধ করা। মালদার ইংরেজবাজার শহরের একাংশ জুড়ে চলছে মাটি মাফিয়াদের রাজ।যার ফলে শহরের ড্রেনেজ ব্যবস্থা বিকল।ফলে প্রতিবছর জলবন্দী হয় শহর।মালদা জেলার ইংরেজবাজার পুর এলাকার জলাভুমি প্রকাশ্যে ভরাট করেছে একশ্রেনীর মাটি মাফিয়ারা।এর ফলে ভেঙে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য। তাই বর্ষা কালে সামান্য বৃষ্টির জলেই ভাঁসছে জেলার প্রাণকেন্দ্র ইংরেজবাজার পুরসভার বিস্তৃর্ণ এলাকা।

 

মাটি মাফিয়াদের এই বেআইনী কারবারের বিরুদ্ধেই সরব হলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য আশিস কুন্ডু। জলা ভরাটের বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। শাসক দলের মদতে চলছে জলা ভরাটের কাজ কটাক্ষ বিজেপির। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা আশ্বাস মালদার জেলা শাসকের।

 

ইংরেজবাজার শহরের একাংশ জুড়ে চলছে জলাভূমি ভরাট এর কাজ। প্রকাশ্য দিবালোকে জলাভূমি ভরাট করছে জমি মাফিয়ারা।শহরের ৩ নম্বর ২৫ এবং ২৯ নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকা জলাভূমি। মূলত শহরের নিকাশি ব্যবস্থার মূল স্তম্ভ এই জলাভূমি। সেই জলাভূমি ভরাট চলছে দিনের পর দিন। যার প্রভাব পড়ছে শহরের নিকাশি ব্যবস্থায়। অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে শহর।

 

এবারে জলাভূমি ভরাট এর বিরুদ্ধে সরব হলেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য আসিস কুন্ডু। তিনি বলেন, শহরের সমস্ত জল চাতরার বিলের মাধ্যমে নিকাশ হয়। বেআইনি ভাবে চাতরার বিলে মাটি ভরাট করা হচ্ছে। যার ফলে শহরে নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এমনকি তিনি বলেন একদিকে মাফিয়ারা ল্যান্ড ভরাট করবে আর পুরসভার টাকায় সেই ভরাটের জায়গায় রাস্তা তৈরি হবে এরা হতে পারে না।শাসক-বিরোধী যুক্ত থাকুক না কেন মাটি ভরাট অবিলম্বে বন্ধ করতে হবে।

 

আর ও পড়ুন    হালিশহর বোমা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি তুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং

 

জমি মাফিয়াদের দৌড়াতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। প্রতিবাদ করলে সম্মুখীন হতে হয় হুমকির অভিযোগ ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আদিত্য কর্মকারের। জলা ভরাট নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন,এ বিষয়ে বিজেপি বারবার অভিযোগ করলেও কাজের কাজ কিছু হয়নি।

 

মাঝে মাঝে তৃণমূলের কিছু নেতা বখরা পাওয়ার জন্য অথবা বখরা বন্ধ হয়ে গেছে তা নতুন ভাবে চালু করার জন্য অভিযোগের নামে এইসব নাটক করে। শাসকদলের মদত ছাড়া জলাভূমি ভরাট করা সম্ভব নয় এটা একটা বাচ্চা ছেলেও বলতে পারে।

 

জলাভূমি ভরাট নিয়ে কড়া পদক্ষেপ এ হুঁশিয়ারি দিয়েছেন মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র। তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তর আধিকারিক কে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এফআইআর করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top