বিজেপির কোচবিহার উত্তর ও দক্ষিণ পৌর মণ্ডলের পক্ষ থেকে ১০ দফা দাবিতে বিক্ষোভ। আজ ১০ দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হলো বিজেপির কোচবিহার উত্তর ও দক্ষিণ পৌর মণ্ডলের পক্ষ থেকে।বিক্ষোভ প্রদর্শন করার পর ১০ দফা দাবি তে পৌর প্রশাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। পৌর এলাকায় আরও উন্নত পরিষেবা প্রদান ও সেই সঙ্গে ভবানী গঞ্জ বাজার সংস্কার ,পথ বাতি লাগানো প্রমুখ বিষয়ে সংস্কারের দাবিতে এদিন সরব হয় বিজেপির উত্তর ও দক্ষিণ পৌর মন্ডলী।
এদিন বিজেপির দক্ষিণ পৌর মন্ডলীর সভাপতি মানস ঘোষ জানান,”কোচবিহার পৌরসভা চালাতে ব্যর্থ তৃণমূল সরকার। কোথাও সঠিক ভাবে পরিষেবা দেওয়া হচ্ছে না পুরসভার পক্ষ থেকে।পৌরসভায় প্রশাসক শুধু মাত্র বসিয়ে রাখা হয়েছে।সমস্ত নাগরিক রা পরিষেবা থেকে বঞ্চিত”।
তিনি আরও বলেন যে,কোচবিহার পৌরসভা বিজেপির হাতে ছেড়ে দেওয়া হোক ,তারা ভোট করে o ভালো পরিষেবা প্রদান করে দেখিয়ে দেবে ,যে কি করে পরিষেবা দিতে হয়।বিজেপি গোটা দেশ চালাচ্ছে,তাই কোচবিহার পৌরসভাও তাদের চালাতে কোনো রকম অসুবিধা হবে না।এদিন মানস ঘোষ এর সাথে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর পৌর মন্ডলীর সভাপতি প্রতীক রায় বসুনিয়া।
আর ও পড়ুন বিপুল পরিমাণ বেআইনি ফেনসিডিল উদ্ধার করলো মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ
উল্লেখ্য, বিজেপির কোচবিহার উত্তর ও দক্ষিণ পৌর মণ্ডলের পক্ষ থেকে ১০ দফা দাবিতে বিক্ষোভ। আজ ১০ দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হলো বিজেপির কোচবিহার উত্তর ও দক্ষিণ পৌর মণ্ডলের পক্ষ থেকে।বিক্ষোভ প্রদর্শন করার পর ১০ দফা দাবি তে পৌর প্রশাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। পৌর এলাকায় আরও উন্নত পরিষেবা প্রদান ও সেই সঙ্গে ভবানী গঞ্জ বাজার সংস্কার ,পথ বাতি লাগানো প্রমুখ বিষয়ে সংস্কারের দাবিতে এদিন সরব হয় বিজেপির উত্তর ও দক্ষিণ পৌর মন্ডলী।
এদিন বিজেপির দক্ষিণ পৌর মন্ডলীর সভাপতি মানস ঘোষ জানান,”কোচবিহার পৌরসভা চালাতে ব্যর্থ তৃণমূল সরকার। কোথাও সঠিক ভাবে পরিষেবা দেওয়া হচ্ছে না পুরসভার পক্ষ থেকে।পৌরসভায় প্রশাসক শুধু মাত্র বসিয়ে রাখা হয়েছে।সমস্ত নাগরিকরা পরিষেবা থেকে বঞ্চিত”। তিনি আরও বলেন যে,কোচবিহার পৌরসভা বিজেপির হাতে ছেড়ে দেওয়া হোক ,তারা ভোট করে o ভালো পরিষেবা প্রদান করে দেখিয়ে দেবে ,যে কি করে পরিষেবা দিতে হয়।বিজেপি গোটা দেশ চালাচ্ছে,তাই কোচবিহার পৌরসভাও তাদের চালাতে কোনো রকম অসুবিধা হবে না।এদিন মানস ঘোষ এর সাথে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর পৌর মন্ডলীর সভাপতি প্রতীক রায় বসুনিয়া।