ডোমকল মহাকুমা আদালতের শিলান্যাস হয়ে গেল শনিবার। ডোমকল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পূর্বেই চিহ্নিত ডোমকল আদালতের জন্য যে ফাঁকা জমি ছিল সেখানেই ভিত্তিপ্রস্তরের আবরণ উন্মোচন করেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্ট্যাচার্য্য l সঙ্গে ছিলেন কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতি আইন বিভাগের সম্পাদকসহ মুর্শিদাবাদের জেলা শাসক পি.উল্গানাথন ও পুলিশ সুপার এবং বার কাউন্সিলের সদস্য সহ এলাকার আইনজীবীরা।