শিলিগুড়িতে জাল বিস্তার করছে বেতোয়া গ্যাং

শিলিগুড়িতে জাল বিস্তার করছে বেতোয়া গ্যাং

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বেতোয়া

শিলিগুড়িতে জাল বিস্তার করছে বেতোয়া গ্যাং। শিলিগুড়িতে জাল বিস্তার করে মাদক পাচারের সঙ্গে যুক্ত হচ্ছে বেতোয়া গ্যাং! তদন্তের নয়া মোড় ঘিরে ভাবাচ্ছে শিলিগুড়ি পুলিশকর্তাদের। বেতোয়া গ্যাংয়ের কি মাস্টার ইতিমধ্যেই পাকড়াও হয়েছে পুলিশের জালে। গ্রেপ্তার হয়েছে আরও এক। ধৃতদের নাম নূর মহম্মদ খান ও জাহিদ খান। মহম্মদ খানই হলো কি মাস্টার।

 

বিহারের এই গ্যাংয়ের কি মাস্টার এর নেতৃত্বেই বড় বড় লুঠ রাজ চলতো। যেকোনো তালা নিমেষে খুলে লুঠ চালিয়ে ফের চুরির স্থানে নয়া তালা বানিয়ে ঝুলিয়ে দিতো। গত শুক্রবারও একইভাবে মাটিগাড়া টুম্বাজোত এলাকা এভাবেই স্বর্ণ অলঙ্কারের দোকানে লুঠপাট চালায় এই বিহারের চম্পারন গ্যাং। এদিকে কি মাস্টার এর থেকে শিলিগুড়ি পুলিশের হাতে লেগেছে একাধিক বড় আকৃতির মাস্টার কি। যা দিয়েই পর পর তালা খুলে একাধিক লুঠ চালায় এই গ্যাং।

 

তবে এ যাত্রায় দুঃসাহসিক এই গ্যাং পুলিশের হাতে পড়ে যায়। মাটিগাড়া থানার পুলিশের নাকা তল্লাশির সময়তে সন্দেহ হয়। এরপরই তার আস্তানায় যেতে চাইলে কিছুটা জেটেক পালিয়ে যা গ্যাংয়ের দুজন। গ্রেপ্তার হন চাবি মাস্টার মহম্মদ ও গাড়ির চালক। গাড়ি থেকে মেলে প্রচুর স্বর্ণ অলংকার। তবে এরসঙ্গে মিলেছে মাদক যা তদন্তের মোড় ঘুরিয়ে দিচ্ছে। ৫২কেজি গাজা মিলেছে ধৃতদের কাছ থেকে।

 

আর ও পড়ুন    ভুতের ভয়ে সিঁটিয়ে আছে গ্রাম, ভূত তাড়াতে চলছে হরিনাম সংকীর্তন

 

তবে কি লুঠ চালিয়ে লুঠের মাল দিয়ে আন্তঃরাজ্য মাদকের হাতবদলের চক্র চালাচ্ছে এই বেতোয়া গ্যাং। কলকাতার পর বেতোয়া গ্যাংয় শিলিগুড়িকে করিডর করে এই মাদকের সাম্রাজ্য বিস্তার করছে। এসিপি পূর্ণিমা শেরপা বলেন সমস্তটাই তদন্ত করে দেখা হচ্ছে।

 

উল্লেখ্য,   শিলিগুড়িতে জাল বিস্তার করছে বেতোয়া গ্যাং। শিলিগুড়িতে জাল বিস্তার করে মাদক পাচারের সঙ্গে যুক্ত হচ্ছে বেতোয়া গ্যাং! তদন্তের নয়া মোড় ঘিরে ভাবাচ্ছে শিলিগুড়ি পুলিশকর্তাদের। বেতোয়া গ্যাংয়ের কি মাস্টার ইতিমধ্যেই পাকড়াও হয়েছে পুলিশের জালে। গ্রেপ্তার হয়েছে আরও এক। ধৃতদের নাম নূর মহম্মদ খান ও জাহিদ খান। মহম্মদ খানই হলো কি মাস্টার।

 

বিহারের এই গ্যাংয়ের কি মাস্টার এর নেতৃত্বেই বড় বড় লুঠ রাজ চলতো। যেকোনো তালা নিমেষে খুলে লুঠ চালিয়ে ফের চুরির স্থানে নয়া তালা বানিয়ে ঝুলিয়ে দিতো। গত শুক্রবারও একইভাবে মাটিগাড়া টুম্বাজোত এলাকা এভাবেই স্বর্ণ অলঙ্কারের দোকানে লুঠপাট চালায় এই বিহারের চম্পারন গ্যাং। এদিকে কি মাস্টার এর থেকে শিলিগুড়ি পুলিশের হাতে লেগেছে একাধিক বড় আকৃতির মাস্টার কি। যা দিয়েই পর পর তালা খুলে একাধিক লুঠ চালায় এই গ্যাং।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top