জম্মু-কাশ্মীরে সেনা এবং পুলিশের যৌথ অভিযানে পাঁচ জঙ্গি নিকেশ

জম্মু-কাশ্মীরে সেনা এবং পুলিশের যৌথ অভিযানে পাঁচ জঙ্গি নিকেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সেনা

জম্মু-কাশ্মীরে সেনা এবং পুলিশের যৌথ অভিযানে পাঁচ জঙ্গি নিকেশ ।  জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনা বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে পাঁচ জঙ্গি নিকেশ হয়েছে।পুলওয়ামা এবং বাদগাম দুই জায়গায় চলছিল দুটি আলাদা এনকাউন্টার। মৃত ৫ জঙ্গির মধ্যে রয়েছে জঈশ কমান্ডার জাহিদ ওয়ানি।

 

পুলিশ সুত্রে জানা গিয়েছে,  ১২ ঘণ্টার মধ্যে ২ পাকিস্তানি জঙ্গি নিকেশ হয়েছে। কাশ্মীরের পর পর দুই জায়গায় হামলার অভিযোগ। বাদগাম ও পুলওয়ামা দুই জায়গায় চলচিল সেনা জঙ্গি সংঘর্ষ। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, পুলওয়ামা জেলার নায়রা এলাকায় পাঁচ জঙ্গির মধ্যে ৪ জঙ্গি নিকেশ হয়েছে। আর বাদগামের চার-ই-শরিফ এলাকায় মারা গিয়েছেন আরও এক জঙ্গি। মৃতদের তালিকায় রয়েছে জঈশ-ই-মহম্মদ কমান্ডার জাহিদ ওয়ানি এনকাউন্টারে নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে।

 

আর ও পড়ুন    ভুতের ভয়ে সিঁটিয়ে আছে গ্রাম, ভূত তাড়াতে চলছে হরিনাম সংকীর্তন

 

এনকাউন্টারে উদ্ধার হয়েছে ৫৬টি একে ৪৭ রাইফেল। এখনও এলাকায় তল্লাশি চলছে গোটা এলাকায়। শনিবার রাত ৮ টা থেকে শুরু হয় গুলি বিনিময়। শনিবার সারারাত ধরে চলেছে তল্লাশি। তারপরেই গুলি বিনিময় শুরু হয়।

 

গত ১৫ দিনে এই নিয়ে দ্বিতীয়বার সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়েছে। গত শনিবারও একই ভাবে এনকাউন্টার শুরু হয়েছিল। সোপিয়ানে সেই গুলির লড়াইয়ে ১ জঙ্গি নিকেশ হয়েছিলেন। তার ১ সপ্তাহ আগে আবার সেনা জঙ্গি সংঘর্ষে কুলগামে এক জঙ্গি নিকেশ হয়েছিলেন। গত কয়েক মাস ধরে কাশ্মীরে জঙ্গি তৎপরতা অনেকটাই কমেছে। জঙ্গিরা টার্গেট করতে শুরু করেছে পাঞ্জাবে। ভোচমুখী পাঞ্জাবে কয়েকদিন আগেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। লুধিয়ানার আদালতে সেই বিস্ফোরণ ঘটে। তাতে মারা গিেয়ছিলেন অনেকেই।

 

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে সেনা এবং পুলিশের যৌথ অভিযানে পাঁচ জঙ্গি নিকেশ ।  জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনা বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে পাঁচ জঙ্গি নিকেশ হয়েছে।পুলওয়ামা এবং বাদগাম দুই জায়গায় চলছিল দুটি আলাদা এনকাউন্টার। মৃত ৫ জঙ্গির মধ্যে রয়েছে জঈশ কমান্ডার জাহিদ ওয়ানি। পুলিশ সুত্রে জানা গিয়েছে,  ১২ ঘণ্টার মধ্যে ২ পাকিস্তানি জঙ্গি নিকেশ হয়েছে।

 

কাশ্মীরের পর পর দুই জায়গায় হামলার অভিযোগ। বাদগাম ও পুলওয়ামা দুই জায়গায় চলচিল সেনা জঙ্গি সংঘর্ষ। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, পুলওয়ামা জেলার নায়রা এলাকায় পাঁচ জঙ্গির মধ্যে ৪ জঙ্গি নিকেশ হয়েছে। আর বাদগামের চার-ই-শরিফ এলাকায় মারা গিয়েছেন আরও এক জঙ্গি। মৃতদের তালিকায় রয়েছে জঈশ-ই-মহম্মদ কমান্ডার জাহিদ ওয়ানি এনকাউন্টারে নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top