২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন

২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ঘণ্টায়

এদিন দেশে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন। সংক্রমণের সংখ্যা সামান্য কমলেও বেড়েছে পজিটিভিটি রেট। ১.১১ শতাংশ বেড়ে দৈনিক সংক্রমণের হার হল ১৪.৫ শতাংশ।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯৩ জনের। যদিও তার মধ্যে কেরলে ৩১১ জনের আগে মৃত্যু হয়েছে। তা রবিবারের বুলেটিনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৭৮৪ জন। যার ফলে অনেকটাই কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা। দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল ১৮ লক্ষ ৮৪ হাজার ৯৩৭।

 

এদিকে কেরলে প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছেন ৫০ হাজার মানুষ। যা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ুতেও সংক্রমণের হার যথেষ্ট উদ্বেগজনক। দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকই এই চার রাজ্যের।

 

তবে দিল্লি, পশ্চিমবঙ্গ-সহ আরও যে কয়েকটি রাজ্যে প্রথম দিকে করোনার সংক্রমণ খুব বেশি ছিল সেখানে অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। এদিকে টিকাকরণে এক নতুন মাইলফলক ছুঁল ভারত। দেশের মোট জনসংখ্যার ৭৫ শতাংশেরই ডবল ডোজ ভ্যাকসিন হয়ে গিয়েছে। এই নিয়ে টুইটও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

আর ও পড়ুন    ভুতের ভয়ে সিঁটিয়ে আছে গ্রাম, ভূত তাড়াতে চলছে হরিনাম সংকীর্তন

 

উল্লেখ্য, এদিন দেশে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন। সংক্রমণের সংখ্যা সামান্য কমলেও বেড়েছে পজিটিভিটি রেট। ১.১১ শতাংশ বেড়ে দৈনিক সংক্রমণের হার হল ১৪.৫ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯৩ জনের। যদিও তার মধ্যে কেরলে ৩১১ জনের আগে মৃত্যু হয়েছে। তা রবিবারের বুলেটিনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৭৮৪ জন।

 

যার ফলে অনেকটাই কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা। দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল ১৮ লক্ষ ৮৪ হাজার ৯৩৭। এদিকে কেরলে প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছেন ৫০ হাজার মানুষ। যা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ুতেও সংক্রমণের হার যথেষ্ট উদ্বেগজনক। দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকই এই চার রাজ্যের।তবে দিল্লি, পশ্চিমবঙ্গ-সহ আরও যে কয়েকটি রাজ্যে প্রথম দিকে করোনার সংক্রমণ খুব বেশি ছিল সেখানে অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। এদিকে টিকাকরণে এক নতুন মাইলফলক ছুঁল ভারত। দেশের মোট জনসংখ্যার ৭৫ শতাংশেরই ডবল ডোজ ভ্যাকসিন হয়ে গিয়েছে। এই নিয়ে টুইটও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top