Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Research on Dengue at Raiganj University in North Dinajpur District

ডেঙ্গি নিয়ে গবেষণা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

ডেঙ্গি নিয়ে গবেষণা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রায়গঞ্জ

ডেঙ্গি নিয়ে গবেষণা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। কোভিডের মাঝেই ডেঙ্গি নিয়ে গবেষণা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। মানব কোষের জিনের বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটিয়ে ডেঙ্গি ভাইরাস রোধে চলছে গবেষনা।

 

ইতিমধ্যেই এই গবেষনার জন্য মিলেছে ইউজিসির ১০ লক্ষের আর্থিক সাহায্য। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে গবেষক অধ্যাপকদের ব্যস্ততা। মারন ভাইরাস রূপে কোষকে আক্রান্ত করার আগেই মানব কোষের জিন ঘটিত পরিবর্তন ঘটাতে চলছে এই গবেষনা। সফলতার খুব কাছেই এবং আগামীতে এই গবেষণা দেশে নজীর গড়বে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও গবেষকেরা।

 

মুলত ডেঙ্গি ভাইরাসে কেউ আক্রান্ত হলে সাধারণ জ্বর, শরীর ব্যাথা থাকে। এখনো ভ্যাক্সিন বা নির্দিষ্ট ওষুধ আবিস্কার না হওয়ায় কিছু সাধারণ ও চলতি ওষুধেই মুক্তি মেলে আক্রান্তের। তবে প্লেটলেট(অনুচক্রিকা) কমে যাওয়া দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়ায়। সে সময় শরীরের পাতলা অংশ যেমন নাক, কান দিয়ে রক্তপাত হয়। আর সেক্ষেত্রে রোগিকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায়।

 

আর সেই সুত্র ধরেই মুলত এই গবেষনা। ভারত, বাংলাদেশ সহ মুলত দক্ষিণ এশিয়াতেই ডেঙ্গির প্রভাব বেশি ও সেই কারনে এই দেশেই এই ভাইরাস নিয়ে গবেষণা হচ্ছে বলে গবেষকদের দাবী। আর সেক্ষেত্রে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই প্রচেষ্টায় ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছে ইউজিসি(ইউনিভার্সিটি গ্র‍্যান্ট কমিশন)। আর এতে এই গবেষণা কাজে আরো গতি এসেছে বলেই দাবী করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

 

অধ্যাপক শুভঙ্করের দাবী, মানব কোষে প্রবেশ করে এই ডেঙ্গি ভাইরাস কোন কোন মৌলিক পদার্থ বা কোষের উপাদানের সাথে সংযোগ স্থাপন করে তা ইতিমধ্যেই নির্দিষ্ট করে ফেলেছেন তাদের গবেষণায়। আর সেক্ষেত্রে জিনের বৈশিষ্ট্যগত কিছু পরিবর্তন ঘটানো হয়েছে।

 

আর ও পড়ুন    কন্যা সন্তান হওয়ায় গৃহবধুকে শারীরিক এবং মানসিক নির্যাতন

 

আর এরপরে এই ভাইরাস কোষে প্রবেশের পর কিভাবে আচরন করছে, আর তাতে ভাইরাস কতটা প্রভাব বিস্তার করতে পারছে সেই বিষয়ে চলছে চুড়ান্ত পর্বের গবেষনা। তার আরো দাবী, এই গবেষনার প্রায় শেষ মুহুর্তে রয়েছেন তারা। দিনরাত এক করে এই গবেষণাতেই মগ্ন রয়েছে মাইক্রোবায়োলজি বিভাগ।

 

ইউনিভার্সিটি ওফ গ্লাসগোর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাকপ ডঃ শুভঙ্কর ঘড়াইএর নেতৃত্বে ও তত্ত্বাবধানে ল্যাবে এখন ব্যস্ততা গবেষক পড়ুয়া ও অধ্যাপকদের।

 

এদিকে ডেঙ্গি নিয়ে দেশের অনেক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজেও গবেষণা হলেও অত্যন্ত দ্রুতগতিতে গবেষণা চলায় সাফল্যের খুব কাছাকাছি থাকায় আগামীয়ে ডেঙ্গি গবেষণায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দেশে নজীর গড়বে বলে দাবী করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top