এবার ট্যারেনন্টুলা আতঙ্ক নদিয়ার ফুলিয়ায়।সম্পূর্ণ কালো লোমশযুক্ত মাকড়সা দেখতে পেয়ে এক গাড়ীর চালক কৌটোয় করে বণ দপ্তরের কর্মাধক্ষ রিক্তা কুন্ডুর বাড়িতে এসে দিয়ে যায়। ইতিমধ্যে কৃষ্ণনগর বণদপ্তরের কর্মীদের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। রিক্তা কুণ্ডু জানান এটি যদি ট্যারেনন্টুলা হয়ে থাকে তাহলে ভয়ের ব্যাপার। তাহলে আগামীতে সচেতনতা মূলক ব্যাবস্থা নেওয়া হবে ।