দেশে ফের বাড়লো করোনার দৈনিক মৃত্যুর হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৪ হাজার ২৮১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৫৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮৯৩। দেশের মধ্যে কেরালায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে টানা দ্বিতীয় দিনে ৫০ হাজারের বেশি জন সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও টানা তৃতীয় দিন মৃতের সংখ্যা বাড়ল। শনিবার ৮৭১ জন মারা গিয়েছিলেন। রবিবার ২ লাখ ৩৪ হাজারের বেশি লোক সংক্রমিত হয়েছিলেন। শনিবার করোনার ২ লাখ ৩৫ হাজারটি মামলা নথিভুক্ত হয়েছিল।
আর ও পড়ুন রাজ্যে শেষ বেলায় দাপটের সঙ্গে ইনিংস খেলছে শীত
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ১৬৫.৬ কোটির কোটা পেরিয়ে গেল ভারত। শনিবারই দেশে ভ্যাকসিন পেয়েছেন ৫৩ লাখ মানুষ। সবেমিলিয়ে দেশের ৭৫ কোটি মানুষ করোনার ভ্যাকসিনের ডবল ডোজ পেয়েছেন। এমনটাই জানিয়েছেন কোন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডবিয়।
উল্লেখ্য, দেশে ফের বাড়লো করোনার দৈনিক মৃত্যুর হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৪ হাজার ২৮১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৫৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮৯৩। দেশের মধ্যে কেরালায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
এখানে টানা দ্বিতীয় দিনে ৫০ হাজারের বেশি জন সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও টানা তৃতীয় দিন মৃতের সংখ্যা বাড়ল। শনিবার ৮৭১ জন মারা গিয়েছিলেন। রবিবার ২ লাখ ৩৪ হাজারের বেশি লোক সংক্রমিত হয়েছিলেন। শনিবার করোনার ২ লাখ ৩৫ হাজারটি মামলা নথিভুক্ত হয়েছিল।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৩ লক্ষ ২ হাজার ৪৪০। করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৫ হাজার ৫০ জনের। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ১৫ দশমিক ৭৭ শতাংশ।দেশে করোনা ভাইরাসের করোনা টিকাকরণ ১,৬৬,০৭,৯৬,২৭৭ জনের করোনা টিকাকরণ হয়েছে। এদিকে আক্রান্তে কেরলের পরই রয়েছে কর্নাটক। সেখানে এক দিনে আক্রান্ত ২৮ হাজারের বেশি, মহারাষ্ট্রে ২২ হাজার ৪৪৪ জন, তামিলনাড়ুতে ২২ হাজার ২৩৮ জন, অন্ধ্রপ্রদেশে ১০ হাজার ৩১০ জন নতুন করে করোন আক্রান্ত হয়েছেন।