বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। এই ঘটনায় জখম হয়েছে মৃতের দুই প্রতিবেশী। আর তারপরই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকায়। সোমবার সকালে এই দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা সংশ্লিষ্ট এলাকার গ্রামীণ সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায়।
অবিলম্বে ঘাতক ট্রাক্টরের চালককে গ্রেফতার এবং এলাকায় মাটি নিয়ে যাতায়াতকারী অন্যান্য গাড়ি চলাচল বন্ধের দাবিও জানান গ্রামবাসীরা । পরে খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ । দীর্ঘক্ষন আলোচনার পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের অশোক মজুমদার (৬০)। তার বাড়ি বাগবাড়ি এলাকায়।
এদিন সকালে সাইকেলে চেপে ওই বৃদ্ধ আমতলার দিকে যাচ্ছিলেন। লক্ষীপুরের কাছে একটি মাটি বোঝাই ট্রাক্টর সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক্টর আরও দু’জনকে ধাক্কা মারে বলে অভিযোগ যদিও তারা সামান্য আহত হয়েছে। এরপর উত্তেজিত জনতা রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।
আর ও পড়ুন করোনা সংক্রমণ রুখতে নয়া হুলিয়া সীমান্তে, মাস্ক না পরলেই জরিমানা
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছে। রাতদিন অসংখ্য ট্রাক্টর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। বেপরোয়াভাবে এই গাড়িগুলো চলাচলের জন্য সাধারণ মানুষদের আতঙ্কের মধ্যেই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিবাদ করতে গেলে মাটি মাফিয়ারা হুমকি দিচ্ছে। এদিন এই ঘটনার জন্য মাটি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা।
অবিলম্বে এলাকায় মাটি কাটার কাজ বন্ধের প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ দেখান সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। এই ঘটনায় জখম হয়েছে মৃতের দুই প্রতিবেশী। আর তারপরই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকায়। সোমবার সকালে এই দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা সংশ্লিষ্ট এলাকার গ্রামীণ সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায়। অবিলম্বে ঘাতক ট্রাক্টরের চালককে গ্রেফতার এবং এলাকায় মাটি নিয়ে যাতায়াতকারী অন্যান্য গাড়ি চলাচল বন্ধের দাবিও জানান গ্রামবাসীরা ।
পরে খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ । দীর্ঘক্ষন আলোচনার পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের অশোক মজুমদার (৬০)। তার বাড়ি বাগবাড়ি এলাকায়। এদিন সকালে সাইকেলে চেপে ওই বৃদ্ধ আমতলার দিকে যাচ্ছিলেন। লক্ষীপুরের কাছে একটি মাটি বোঝাই ট্রাক্টর সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।
এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক্টর আরও দু’জনকে ধাক্কা মারে বলে অভিযোগ যদিও তারা সামান্য আহত হয়েছে। এরপর উত্তেজিত জনতা রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।