আবারো বেসুরো উদয়ন গুহ, কর্মী সভায় একপ্রকার হুমকি দিলেন দলের কর্মীদের। রবিবার দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডের পৌর ভোটকে সামনে রেখে কর্মী সভায় একপ্রকার হুমকি দিলেন দলের কর্মীদের। তিনি বলেন রাজ্যের সরকার মায়েদের জন্য লক্ষীর ভান্ডার দিয়েছে।
মায়েদের তো কিছু বলা যায় না তবে পুরুষদের জন্য বেসরকারিভাবে পৌরসভায় নারায়ণের ভান্ডার রয়েছে। পাশাপাশি তিনি বলেন যারা সরকারের সুবিধা নেবে এবং ভোট দেওয়ার সময় অন্য কিছু ভাববে তাদের জন্য নতুন প্রকল্প আনা হয়েছে যার নাম ” দুয়ারে প্রহার”।
তিনি রীতিমতো হুমকি সুরে বলেন যারা সুবিধা নিয়ে ভোট দেবে না তাদের জন্য এই প্রকল্প কার্যকর হবে তাই এখন থেকেই সকলে সাবধান হয়ে যান। ফলে স্বভাবতই পৌর নির্বাচনের আগে নাম না করে যারা তৃণমূলকে ভোট দেবে না তাদের উদ্দেশ্যে করা এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশ্ন উঠছে তাহলে কি আগামী পৌর নির্বাচনে দিনহাটা আরো একবার বিরোধীশূন্য হবে ? এ বিষয় নিয়ে আজ কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে।
উল্লেখ্য, আবারো বেসুরো উদয়ন গুহ, কর্মী সভায় একপ্রকার হুমকি দিলেন দলের কর্মীদের। রবিবার দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডের পৌর ভোটকে সামনে রেখে কর্মী সভায় একপ্রকার হুমকি দিলেন দলের কর্মীদের। তিনি বলেন রাজ্যের সরকার মায়েদের জন্য লক্ষীর ভান্ডার দিয়েছে। মায়েদের তো কিছু বলা যায় না তবে পুরুষদের জন্য বেসরকারিভাবে পৌরসভায় নারায়ণের ভান্ডার রয়েছে।
আর ও পড়ুন সিঙ্গুরে টাটা ন্যানো কারখানার জায়গায় হতে চলেছে শেষমেশ মাছের ভেড়ি
পাশাপাশি তিনি বলেন যারা সরকারের সুবিধা নেবে এবং ভোট দেওয়ার সময় অন্য কিছু ভাববে তাদের জন্য নতুন প্রকল্প আনা হয়েছে যার নাম ” দুয়ারে প্রহার”। তিনি রীতিমতো হুমকি সুরে বলেন যারা সুবিধা নিয়ে ভোট দেবে না তাদের জন্য এই প্রকল্প কার্যকর হবে তাই এখন থেকেই সকলে সাবধান হয়ে যান।
ফলে স্বভাবতই পৌর নির্বাচনের আগে নাম না করে যারা তৃণমূলকে ভোট দেবে না তাদের উদ্দেশ্যে করা এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশ্ন উঠছে তাহলে কি আগামী পৌর নির্বাচনে দিনহাটা আরো একবার বিরোধীশূন্য হবে ? এ বিষয় নিয়ে আজ কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে।