পশ্চিম মেদিনীপুর শহরে চালু হলো পাড়ায় পাঠশালা। রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন পাড়ায় পাঠশালা । তাই সামাজিক দুরুত্ব মেনে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে এক সপ্তাহ আগেই তা চালু করে দিয়েছেন কয়েকজন শিক্ষক , শিক্ষিকা । প্রথম থেকে অষ্ঠম শ্রেণীর পড়ুয়াদের পড়ানো হচ্ছে ষড়ঙ্গ আনন্দ পাঠশালায় । ২৬ শে জানুয়ারি থেকে শুরু হয়েছে ।
সপ্তাহে ৪ দিন পড়ানো হচ্ছে । করোনা অতিমারীর কারণে ২০২০ সালে মার্চ মাস থেকে স্কুল কলেজ বন্ধ ছিল । ২০২১ এর কয়েকমাস স্কুল কলেজ খুললেও সংক্রমণ বাড়তে থাকায় ফের বন্ধ হয়ে যায় । প্রাথমিক থেকে স্কুলের পড়ুয়ারা আশায় ছিল নতুন বছর থেকেই হয়তো তারা স্কুলে যেতে পারবে ।
অষ্ঠম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য চলতি সপ্তাহ থেকেই তা চালু হতে চলেছে । প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য ব্যবস্থা করা হয়েছে পাড়ায় পাঠশালা । সোমবার মেদিনীপুরের ষড়ঙ্গ আনন্দ পাঠশালায় গিয়ে দেখা গেল শিক্ষক অজয় সাউ পড়াচ্ছেন ছাত্র ছাত্রীদের। মনোযোগ সহকারে পড়া শুনছে রবি রানা , বৃষ্টি রানা , সোনামনি চাবড়ি । মোট ২৫ জন পড়ুয়া রয়েছে ।
আর ও পড়ুন আবারো বেসুরো উদয়ন গুহ, কর্মী সভায় একপ্রকার হুমকি দিলেন দলের কর্মীদের
শিক্ষক অজয় সাউ ছাড়াও শিক্ষিকা শুভশ্রী ঘোষ , শিক্ষক সৌরভ দাস ক্লাস নেন । কেউ পড়ে মোহনানন্দ বিদ্যামন্দিরে , কেউ পড়ে নির্মল হৃদয় আশ্রম ( চার্চ স্কুল ) এ ।সকাল ১১ থেকে ২ টা এবং ২ টা থেকে ৫ টা পর্যন্ত পঠন পাঠন চলে । পড়তে আসা সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার ব্যবহার করে , মুখে মাস্ক পরে পড়তে বসে ।
অজয় সাউ জানান , এখানে পড়তে আসা কারো গৃহ শিক্ষক রাখার সামর্থ নেই । স্কুল খোলা থাকলে প্রতিদিন তারা স্কুল যেত ।সেখানেই পড়া করত । পড়ুয়ারা এরকম পাড়ায় পাঠশালায় তারা খুবই উপকৃত হচ্ছে । তারা কোনোদিন কামাই করেনি.
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর শহরে চালু হলো পাড়ায় পাঠশালা। রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন পাড়ায় পাঠশালা । তাই সামাজিক দুরুত্ব মেনে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে এক সপ্তাহ আগেই তা চালু করে দিয়েছেন কয়েকজন শিক্ষক , শিক্ষিকা । প্রথম থেকে অষ্ঠম শ্রেণীর পড়ুয়াদের পড়ানো হচ্ছে ষড়ঙ্গ আনন্দ পাঠশালায় । ২৬ শে জানুয়ারি থেকে শুরু হয়েছে ।সপ্তাহে ৪ দিন পড়ানো হচ্ছে । করোনা অতিমারীর কারণে ২০২০ সালে মার্চ মাস থেকে স্কুল কলেজ বন্ধ ছিল ।
২০২১ এর কয়েকমাস স্কুল কলেজ খুললেও সংক্রমণ বাড়তে থাকায় ফের বন্ধ হয়ে যায় । প্রাথমিক থেকে স্কুলের পড়ুয়ারা আশায় ছিল নতুন বছর থেকেই হয়তো তারা স্কুলে যেতে পারবে । অষ্ঠম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য চলতি সপ্তাহ থেকেই তা চালু হতে চলেছে । প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য ব্যবস্থা করা হয়েছে পাড়ায় পাঠশালা । সোমবার মেদিনীপুরের ষড়ঙ্গ আনন্দ পাঠশালায় গিয়ে দেখা গেল শিক্ষক অজয় সাউ পড়াচ্ছেন ছাত্র ছাত্রীদের। মনোযোগ সহকারে পড়া শুনছে রবি রানা , বৃষ্টি রানা , সোনামনি চাবড়ি । মোট ২৫ জন পড়ুয়া রয়েছে ।