মালদায় পুরভোটে বামেদেরকে জোট বার্তা দিলো কংগ্রেস । ইংরেজবাজার পুরসভার ২৯ টি আসনের মধ্যে ১৫ টি আসন এবং পুরাতন মালদার কুড়িটি আসনের মধ্যে আটটি আসনে প্রার্থী ঘোষণা করে বামেদেরকে জোট বার্তা কংগ্রেসের।যদিও কংগ্রেসের সাথে জোট করে লড়াই নয় বামফ্রন্ট গত ভাবে লড়াই করবে বামেরা স্পষ্ট বার্তা জেলার সিপিএম সম্পাদক অম্বর মিত্রের।
বাংলা রাজনীতিতে বাম-কংগ্রেস প্রাসঙ্গিকতা হারিয়েছে কটাক্ষ বিজেপির। জোট করে হোক বা একক ভাবে বাংলার মানুষের কাছে তা গৃহীত হবে না কটাক্ষ তৃণমূলের। ২৮ জানুয়ারি ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে পথসভা করে ইংরেজবাজার পৌরসভার প্রার্থী ঘোষণা করে বামেরা। ২৯ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করে বামেরা। বাকি ১৩ টি আসনের প্রার্থী ঘোষণা করা হবে বলেও দাবি করে বামেরা।
পৌর নির্বাচনে বামফ্রন্ট গত ভাবে লড়াই হবে তা পরিষ্কার করে দিয়েছিলেন বাম নেতৃত্ব। তবে মঙ্গলবার ইংরেজবাজার পৌরসভার ২৯ টি আসনের মধ্যে ১৫ টি আসন এবং পুরাতন মালদা পৌরসভার কুড়িটি আসনের মধ্যে আটটি আসনে প্রার্থী ঘোষণা করে বামেদের জন্য জোটের দরজা খোলা রাখল কংগ্রেস।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম বলেন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিরোধী জোটকে এককাট্টা করতে আমরা আলোচনার রাস্তা খোলা রেখেছি। এখনো সম্ভাবনা আছে, সুযোগ আছে, আমি চাইলেই হবে এমন কোন কথা নেই। আমরা কংগ্রেস নেতৃত্ব আলোচনা করেছি।সেই আলোচনার ভিত্তিতে আমরা প্রার্থী ঘোষণা করেছি। এখনো জোটের সুযোগ রয়েছে।
আর ও পড়ুন সুন্দরবনে ফের বাঘের শিকার হলেন এক মত্স্যজীবী
তবে কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র। তিনি বলেন, আমাদের জন্য আসন ছেড়ে রেখেছে কিনা জানিনা। আমি শুনেছিলাম উনারা সবকটি ওয়ার্ডের প্রার্থী দেবেন। আমাদের জন্য ছেড়ে রেখেছেন অথচ আমাদের সাথে কোন যোগাযোগ নেই। আমরা আগেই বলেছি ইংলিশ বাজারের ২৯ টি আসন এবং পুরাতন মালদার কুড়িটি আসনের আমরা বামফ্রন্ট গত ভাবে লড়াই করব কংগ্রেসের সাথে জোট করে নয়।
বাম কংগ্রেসের জোট নিয়ে দড়ি টানাটানিকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন,বাংলা রাজনীতিতে বাম- কংগ্রেস প্রাসঙ্গিকতা হারিয়েছে। জোট করে হোক বা একক ভাবে হোক বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করেছে।
জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন,বাম জামানায় কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার হয়েছে। সেই সব ভুলে কংগ্রেস বামেদের সাথে জোট করেছে সেই জোটকে কংগ্রেস কর্মী রায় প্রত্যাখ্যান করেছে।সিপিএম বুঝেছে কংগ্রেসের সাথে জোট করলে ওরা আরও ক্ষয়িষ্ণু হয়ে যাবে। জোট করে হোক বা একক ভাবে হোক মানুষের কাছে এদের আবেদন গৃহীত হবে না বলেই তৃণমূল কংগ্রেস মনে করে।