নিজেদের হাতে বিদ্যার দেবী তৈরি করে নিজেরাই পূজা করবে ছাত্রীরা। অভিনব উদ্যোগ গোবরডাঙায়। মাঝে মাত্র দু’দিন । শনিবার বাগদেবীর আরাধনা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে । তাই সরস্বতী পূজা উপলক্ষে নিজেদের হাতে তৈরি প্রতিমায় পূজা দেবেন বলে ঠিক করেছেন দুই ছাত্রী ।
পূজার যাবতীয় সমস্ত কিছু থেকে মন্ত্র পাঠ সবই করবেন সহপাঠীরা ।সেমতই চলছে জোর প্রতিমা তৈরীর কাজ। উত্তর ২৪ পরগণার গোবরডাঙার অন্তর্গত বেড়গুম এলাকায় একটি প্রাইভেট টিউশন ব্যাচের তরফে এমনই পুজোর আয়োজন চলছে । প্রতিমা তৈরি করছে গোবরডাঙা হিন্দু কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রীতি পাল ও গোবরডাঙ্গার ইছাপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী দিশা দাস আর পুজোর দিন মন্ত্রপাঠের দায়িত্ব নিয়েছে ওই টিউশনি ব্যাচেরই পড়ুয়া বেড়গুম হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমা মিত্র ও দশম শ্রেণীর ছাত্রী রানী পাল ।
আগে-পরে কখনোই প্রতিমা তৈরি করেননি । হাতে কলমে কোন প্রশিক্ষণও পাননি তাহলে কি করে সম্ভব বাগদেবীর রূপ দান করা ! জানা গিয়েছে পাশে প্রতিমা তৈরীর কুমোরটুলিতে গিয়ে কিভাবে সুতো দিয়ে খর বেঁধে তারপর মাটি দিয়ে ধীরে ধীরে প্রতিমা তৈরি করতে হয় তা কয়েকদিন চোখে দেখেই রপ্ত করে নিয়েছে এই দুই ছাত্রী ।
আর ও পড়ুন রাস্তা আটকে দা নিয়ে হামলা, আক্রান্ত বধু ও তার বাবা
আর সামান্য এটুকুর উপর ভর করেই মনের ইচ্ছায় দেবী স্বরস্বতীর প্রতিমা তৈরি করে ফেলেছেন প্রীতি ও দিসা । মানুষের ইচ্ছা শক্তি থাকলে সবই পারে তা দেখাতেই এমন এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিউশনি ব্যাচের শিক্ষক সুকান্ত পাল ।
নিজেদের হাতে বিদ্যার দেবী তৈরি করে নিজেরাই পূজা করবে ছাত্রীরা। অভিনব উদ্যোগ গোবরডাঙায়। মাঝে মাত্র দু’দিন । শনিবার বাগদেবীর আরাধনা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে । তাই সরস্বতী পূজা উপলক্ষে নিজেদের হাতে তৈরি প্রতিমায় পূজা দেবেন বলে ঠিক করেছেন দুই ছাত্রী ।
পূজার যাবতীয় সমস্ত কিছু থেকে মন্ত্র পাঠ সবই করবেন সহপাঠীরা ।সেমতই চলছে জোর প্রতিমা তৈরীর কাজ । উত্তর ২৪ পরগণার গোবরডাঙার অন্তর্গত বেড়গুম এলাকায় একটি প্রাইভেট টিউশন ব্যাচের তরফে এমনই পুজোর আয়োজন চলছে । প্রতিমা তৈরি করছে গোবরডাঙা হিন্দু কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রীতি পাল ও গোবরডাঙ্গার ইছাপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী দিশা দাস আর পুজোর দিন মন্ত্রপাঠের দায়িত্ব নিয়েছে ওই টিউশনি ব্যাচেরই পড়ুয়া বেড়গুম হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমা মিত্র ও দশম শ্রেণীর ছাত্রী রানী পাল ।
আগে-পরে কখনোই প্রতিমা তৈরি করেননি । হাতে কলমে কোন প্রশিক্ষণও পাননি তাহলে কি করে সম্ভব বাগদেবীর রূপ দান করা ! জানা গিয়েছে পাশে প্রতিমা তৈরীর কুমোরটুলিতে গিয়ে কিভাবে সুতো দিয়ে খর বেঁধে তারপর মাটি দিয়ে ধীরে ধীরে প্রতিমা তৈরি করতে হয় তা কয়েকদিন চোখে দেখেই রপ্ত করে নিয়েছে এই দুই ছাত্রী ।