হরিশ্চন্দ্রপুরে সরকারি জায়গায় বেআইনি নির্মাণ কাজ বন্ধ করে দিল প্রশাসন। ভাঙা হলো অবৈধ নির্মাণের একটি অংশ। প্রশাসনিক তদন্তের পর বৃহস্পতিবার সকাল থেকে হরিশ্চন্দ্রপুর থানার আইটিআই কলেজ সংলগ্ন এলাকায় তদন্তে যায় সংশ্লিষ্ট ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্তারা । সরকারি জায়গা জবরদখল করে বেআইনি নির্মাণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নন্তু দাস ও বাবুল শেখের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করার মামলা করেছে পুলিশ। নন্তু দাস নামে ওই পাট্টা প্রাপক তার জায়গা ঘিরেই এই বির্তক। নন্তু দাসকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য , হরিশ্চন্দ্রপুর থানার আইটিআই কলেজের পাশে নন্তু দাস নামে ওই ব্যক্তি তার বাবার নামে একটি পাট্টা পাওয়া জমি ছিল। ওই জমিটি নন্তু দাস এলাকারই জমি – জায়গার ব্যবসায়ী বাবুল শেখের কাছে বিক্রি করে দেয়। এরপরই ওই সরকারি জমিতে অবৈধ ভাবে নির্মাণ কাজ শুরু হয়। একাংশ মানুষের অভিযোগ পেতেই নড়েচড়ে বসে প্রশাসন।
ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তদন্তে নামে। নন্তু দাস ও বাবুল শেখের নামে দুই ব্যক্তির বিরুদ্ধে সরকারি জমি নষ্ট করার মামলা রুজু করে পুলিশ। এর পরই নন্তু দাসকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এদিন সরকারি জমিতে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। অন্যদিকে পলাতক রয়েছে আরেক অভিযুক্ত বাবুল শেখ। তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এভাবে সরকারি জমিতে অবৈধ নির্মাণের পেছনে হরিশ্চন্দ্রপুর ১ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের একাংশের পরোক্ষ মদত রয়েছে। এমনকি এলাকাতে বিভিন্ন জায়গায় ব্যাপক হারে মাটি কাটা হচ্ছে। সেই সমস্ত দিকেও সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বেশি করে মাটি কেটে নেওয়া হচ্ছে ।
আর ও পড়ুন কল সেন্টার খুলে অ্যাপের মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা
হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজের পাশে এই ভাবে সরকারি খাস জমি দখল করে নিয়ে অবৈধ নির্মাণ দিনের বেলায় চলছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেতেই সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে ভূমি ভূমি রাজস্ব দপ্তর।
হরিশ্চন্দ্রপুর ১ ব্লক ভূমি সংস্কার আধিকারিক ফখরুদ্দিন আহমেদ জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই আমি বিষয়টি নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়ে ছিলাম। এরপরই প্রাথমিক তদন্তে এই অবৈধ নির্মাণের নির্মাণের বিষয়টি উঠে এসেছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে।