ফণি মনসার গাছে বাঁধা একটা অ্যালিমিনিয়ামের কলসির মধ্যে বিষাক্ত সাপ, এলাকায় চাঞ্চল্য

ফণি মনসার গাছে বাঁধা একটা অ্যালিমিনিয়ামের কলসির মধ্যে বিষাক্ত সাপ, এলাকায় চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অ্যালিমিনিয়ামের

ফণি মনসার গাছে বাঁধা একটা অ্যালিমিনিয়ামের কলসির মধ্যে বিষাক্ত সাপ, এলাকায় চাঞ্চল্য । মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগের সামনে ফণি মনসার গাছে বাঁধা একটা অ্যালিমিনিয়ামের কলসি। তার মধ্যে রয়েছে একটি বিষাক্ত সাপ। যদিও মুখটি গামছা দিয়ে বাঁধা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে মালদা মেডিক্যাল কলেজ চত্বরে।

 

পরে মালদা মেডিক্যালের জরুরি বিভাগের কর্মীরা কলসির গামছা খুলতেই বিষধর সাপটি দেখতে পান। জঙ্গলে উন্মুক্ত পরিবেশে ছাড়ার ব্যবস্থা করেন পরে তাঁরা। সন্দেহ করা হচ্ছে, মালদা মেডিক্যালে আসা কোনও সাপে কামড়ানো রোগীর পরিবারের এই কাজ হয়ে থাকতে পারে।এখনও ওই রোগী-‌সহ তাঁর পরিবাররকে খোঁজা হচ্ছে।তাঁদের এই নির্বুদ্ধিতায় দুর্ঘটনাও ঘটতে পারতো মালদা মেডিক্যাল চত্বরে।

 

আর এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পরেছে। যদিও মেডিক্যালে চিকিৎসা করত আসা রোগীর আত্মীয়রা জানান,কাউকে হয়তো সাপে কামড় দিয়েছে। তাতেই গ্রামের মানুষ ওই সাপটিকে ধরে কলসীতে করে মেডিক্যালে নিয়ে এসেছে। তবে এই ঘটনায় বিপদ ঘটতে পারত। যদি মেডিক্যালের কারো নজরে তা না আসতো। তবে মেডিক্যাল কতৃপক্ষ তাদের খুঁজে ব্যবস্থা নেওয়া উচিত।

 

উল্লেখ্য,ফণি মনসার গাছে বাঁধা একটা অ্যালিমিনিয়ামের কলসির মধ্যে বিষাক্ত সাপ, এলাকায় চাঞ্চল্য । মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগের সামনে ফণি মনসার গাছে বাঁধা একটা অ্যালিমিনিয়ামের কলসি। তার মধ্যে রয়েছে একটি বিষাক্ত সাপ। যদিও মুখটি গামছা দিয়ে বাঁধা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে মালদা মেডিক্যাল কলেজ চত্বরে।

 

আর ও পড়ুন  কল সেন্টার খুলে অ্যাপের মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা

 

পরে মালদা মেডিক্যালের জরুরি বিভাগের কর্মীরা কলসির গামছা খুলতেই বিষধর সাপটি দেখতে পান। জঙ্গলে উন্মুক্ত পরিবেশে ছাড়ার ব্যবস্থা করেন পরে তাঁরা। সন্দেহ করা হচ্ছে, মালদা মেডিক্যালে আসা কোনও সাপে কামড়ানো রোগীর পরিবারের এই কাজ হয়ে থাকতে পারে।এখনও ওই রোগী-‌সহ তাঁর পরিবাররকে খোঁজা হচ্ছে।তাঁদের এই নির্বুদ্ধিতায় দুর্ঘটনাও ঘটতে পারতো মালদা মেডিক্যাল চত্বরে।

 

আর এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পরেছে। যদিও মেডিক্যালে চিকিৎসা করত আসা রোগীর আত্মীয়রা জানান,কাউকে হয়তো সাপে কামড় দিয়েছে। তাতেই গ্রামের মানুষ ওই সাপটিকে ধরে কলসীতে করে মেডিক্যালে নিয়ে এসেছে। তবে এই ঘটনায় বিপদ ঘটতে পারত। যদি মেডিক্যালের কারো নজরে তা না আসতো। তবে মেডিক্যাল কতৃপক্ষ তাদের খুঁজে ব্যবস্থা নেওয়া উচিত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top