ইলশেগুড়ি বৃষ্টিতে জলপাইগুড়ির সরস্বতী পুজোর বাজা্রে ভীড় নেই। আকাশের মুখ ভার, করোনা আবহের পাশাপাশি ইলশেগুড়ি বৃষ্টিতে আক্রান্ত জলপাইগুড়ির সরস্বতী পুজোর বাজার। পূর্বাভাস আগেই দিয়েছিলো হাওয়া অফিস ,তবে কিছুটা দেরি করেই শুক্রবার ভোর রাত থেকে জলপাইগুড়িতে শুরু হয়েছে বৃষ্টি।
সকালে দেখা মেলেনি সূর্যের, আর এতেই মাথায় হাত স্বরসতী প্রতিমা নিয়ে শহরে আসা বিক্রেতাদের, সকাল নয়টা বাজতে চললেও প্রতিমাকে বৃষ্টির জল থেকে বাঁচাতেই বাস্ত বিক্রেতারা, আকাশ খারাপ হওয়ায় নেই ক্রেতাদের দেখা ,এতেই চিন্তার ভাঁজ ফুল,ফল ও প্রতিমা বিক্রেতাদের। সব মিলিয়ে সরস্বতী পুজোর আগের দিনের বাজারের সামনে ভিলেন রূপে দাঁড়িয়ে রয়েছে মাঘের অকাল বর্ষণ। বৃষ্টির পাশাপাশি ঠান্ডাও যথেষ্ট।
উল্লেখ্য, ইলশেগুড়ি বৃষ্টিতে জলপাইগুড়ির সরস্বতী পুজোর বাজা্রে ভীড় নেই। আকাশের মুখ ভার, করোনা আবহের পাশাপাশি ইলশেগুড়ি বৃষ্টিতে আক্রান্ত জলপাইগুড়ির সরস্বতী পুজোর বাজার। পূর্বাভাস আগেই দিয়েছিলো হাওয়া অফিস ,তবে কিছুটা দেরি করেই শুক্রবার ভোর রাত থেকে জলপাইগুড়িতে শুরু হয়েছে বৃষ্টি।
আর ও পড়ুন গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে পালাচ্ছে চোর, নতুন সমস্যায় জলপাইগুড়ির ডেলিভারিম্যানরা
সকালে দেখা মেলেনি সূর্যের, আর এতেই মাথায় হাত স্বরসতী প্রতিমা নিয়ে শহরে আসা বিক্রেতাদের, সকাল নয়টা বাজতে চললেও প্রতিমাকে বৃষ্টির জল থেকে বাঁচাতেই বাস্ত বিক্রেতারা, আকাশ খারাপ হওয়ায় নেই ক্রেতাদের দেখা ,এতেই চিন্তার ভাঁজ ফুল,ফল ও প্রতিমা বিক্রেতাদের। সব মিলিয়ে সরস্বতী পুজোর আগের দিনের বাজারের সামনে ভিলেন রূপে দাঁড়িয়ে রয়েছে মাঘের অকাল বর্ষণ। বৃষ্টির পাশাপাশি ঠান্ডাও যথেষ্ট।
ইলশেগুড়ি বৃষ্টিতে জলপাইগুড়ির সরস্বতী পুজোর বাজা্রে ভীড় নেই। আকাশের মুখ ভার, করোনা আবহের পাশাপাশি ইলশেগুড়ি বৃষ্টিতে আক্রান্ত জলপাইগুড়ির সরস্বতী পুজোর বাজার। পূর্বাভাস আগেই দিয়েছিলো হাওয়া অফিস ,তবে কিছুটা দেরি করেই শুক্রবার ভোর রাত থেকে জলপাইগুড়িতে শুরু হয়েছে বৃষ্টি।সকালে দেখা মেলেনি সূর্যের, আর এতেই মাথায় হাত স্বরসতী প্রতিমা নিয়ে শহরে আসা বিক্রেতাদের, সকাল নয়টা বাজতে চললেও প্রতিমাকে বৃষ্টির জল থেকে বাঁচাতেই বাস্ত বিক্রেতারা, আকাশ খারাপ হওয়ায় নেই ক্রেতাদের দেখা ,এতেই চিন্তার ভাঁজ ফুল,ফল ও প্রতিমা বিক্রেতাদের। সব মিলিয়ে সরস্বতী পুজোর আগের দিনের বাজারের সামনে ভিলেন রূপে দাঁড়িয়ে রয়েছে মাঘের অকাল বর্ষণ। বৃষ্টির পাশাপাশি ঠান্ডাও যথেষ্ট।
উল্লেখ্য, ইলশেগুড়ি বৃষ্টিতে জলপাইগুড়ির সরস্বতী পুজোর বাজা্রে ভীড় নেই। আকাশের মুখ ভার, করোনা আবহের পাশাপাশি ইলশেগুড়ি বৃষ্টিতে আক্রান্ত জলপাইগুড়ির সরস্বতী পুজোর বাজার। পূর্বাভাস আগেই দিয়েছিলো হাওয়া অফিস ,তবে কিছুটা দেরি করেই শুক্রবার ভোর রাত থেকে জলপাইগুড়িতে শুরু হয়েছে বৃষ্টি।