ছয় তলার সিঁড়ির রেলিং থেকে খেলার ছলে বেসামাল হয়ে পড়ে মৃত্যু শিশুর

ছয় তলার সিঁড়ির রেলিং থেকে খেলার ছলে বেসামাল হয়ে পড়ে মৃত্যু শিশুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সিঁড়ির

ছয় তলার সিঁড়ির রেলিং থেকে খেলার ছলে বেসামাল হয়ে পড়ে মৃত্যু শিশুর। মালদা মেডিকেল কলেজের আউটডোরে  ছয় তলার সিঁড়ির রেলিং থেকে খেলার ছলে বেসামাল হয়ে পড়ে মৃত্যু হল ৮ বছরের এক শিশুর।  শুক্রবার সকাল ৯টা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনায় মালদা মেডিকেল কলেজের আউটডোরে বহুতলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিয়েছে।  ওই শিশুর আউটডোরের বহুতল থেকে পড়ে মৃত্যুর ঘটনার পর  এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

রোগীর আত্মীয়দের একাংশের অভিযোগ, কিভাবে একটি শিশু আউটডোরের ছয় তলায় একাই চলে গেল। কেনই বা তাকে কোন রকম ভাবে আটকানো হল না । এরপর সেই ছয় তলার সিঁড়ির রেলিং থেকে পড়ে মৃত্যু হলো। এই ঘটনাটি মর্মান্তিক। যেখানে মেডিকেল কলেজের আউটডোরে সিসি ক্যামেরা রয়েছে, নিরাপত্তা কর্মী রয়েছে। তার বাইরে এই ঘটনা কীভাবে ঘটলো তা নিয়েও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন রোগীর আত্মীয় থেকে মৃত শিশুর পরিবার।

 

এদিকে এই ঘটনার পর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এলাকার পুলিশ ক্যাম্পের কর্মীরা এসে মৃত শিশুকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শিশুর নাম হরষিত সিং (৮)। তার বাবার নাম বলবীর সিং । তাদের বাড়ি বিহারের কাটিহারে। মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই সিং পরিবার । মেডিক্যাল কলেজের সামনে ছোট্ট একটি মুখরোচক অস্থায়ী খাবারের দোকান রয়েছে বলবীর সিং-এর ওই শিশুটির মিরগি রোগ ছিল। এদিন সকালে বাবার সঙ্গে দোকানে আসে ছেলে। এরপর অভিভাবকদের অলক্ষ্যেই মেডিকেল কলেজের আউটডোরে ছয় তলায় উঠে যায় ওই শিশুটি। সেখান থেকে খেলার ছলে সিঁড়ির রেলিং বেয়ে নামতে গিয়ে ওপর থেকে তিনতলায় পড়ে মাথায় আঘাত পায়, ঘটনাস্থলেই মৃত্যু ওই শিশুটির।

 

আর ও পড়ুন    গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে পালাচ্ছে চোর, নতুন সমস্যায় জলপাইগুড়ির ডেলিভারিম্যানরা

 

মৃত শিশুর বাবা বলবীর সিং জানিয়েছেন, ছেলের মিরগি রোগ ছিল বলেই  ওকে চোখের সামনেই রাখতাম । এদিন মেডিক্যাল কলেজের সামনে ঝালমুড়ির দোকান খোলার সময় আমার ছেলে নজর এড়িয়ে আউটডোরের ছয়তলা বিল্ডিং এ উঠে যায়। এরপর সেখান থেকেই পড়ে গিয়ে মৃত্যু হয় ছেলের।

 

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন ঝড় বৃষ্টির জন্য সকাল থেকেই মেডিকেল কলেজের আউটডোরে ফাঁকা ছিল। ফলে সকলের অলক্ষ্যে সহজেই ওই শিশটি  মেডিকেল কলেজের ছয় তলার রেলিঙে চলে যায়। এরপর এই দুর্ঘটনাটি ঘটে। মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর পুরঞ্জয় সাহা জানিয়েছেন ঘটনাটি খুবই দুঃখজনক । তবে কীভাবে এটি ঘটলো তা জানা নেই । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top