মাঘী পঞ্চামিতে বাগ দেবীর আরাধনায় মেতে উঠেছে সকল ছাত্র ছাত্রীরা। করোনা ও খারাপ আবহাওয়া কে সঙ্গী করে সবাই দেবী বন্দনা করেছে।করোনার কারণে গত বছর পুজো সেভাবে করা হয় নি কোন শিক্ষা প্রতিষ্ঠানে।সকল ছাত্র ছাত্রী দের তাই মন ছিল বিষণ্ণ।
কিন্তু এবছর করোনা প্রকোপ কিছুটা কমে যাবার ফলে দুদিন আগেই রাজ্য সরকার অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলে দিয়েছে।হাসি ফুটেছে সকল শিক্ষার্থীদের মুখে।তাই এ বছর মোটামুটি ভালো ভাবেই সকলে মেতে উঠেছে বিদ্যার দেবীর আরাধনায়।
সকল শিক্ষা প্রতিষ্ঠানের মত কোচবিহার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলেও পালিত হলো সরস্বতী পুজো।সমস্ত রকম কভিড প্রটোকল মেনে সম্পন্ন হয় পুজো।স্কুলে হাজির ছিলেন সমস্ত শিক্ষক ও অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী রা।এবারের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পুজো একটু বিশেষ ভাবে পালন করা হয়েছে।এই স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম নিজে সকল কে মন্ন্ত্র পাঠ করিয়েছেন।স্কুলের সমস্ত কর্মী রা নিজেরাই ভোগ রান্না করেছেন।
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের প্রিন্সিপাল সোমা তরুণ দত্ত জানিয়েছেন ” করোনার কারণে নিচু শ্রেণীর ছাত্র ছাত্রী রা স্কুলে আসতে পারে নি।কিন্তু নাইন থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত ছাত্র ছাত্রী দের স্কুলে আসতে বলা হয়েছিল।সবাই কিভিদ প্রটোকল মেনে মাস্ক পরে স্যানিটাইজার সঙ্গে নিয়ে স্কুলে এসেছে।সবাই স্কুলে পুজোয় অংশ নিয়েছে”।
তিনি আরো জানান যে এবার একটু অন্য ভাবে পুজো করা হয়েছে।অন্যান্য বার যেমন বাইরে থেকে খাবার আসে বা বাইরের লোক জন আসে, এবছর সেটা যতটা সম্ভব কম করা হয়েছে।এবছর স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মীরা নিজেরাই রান্না সহ সমস্থ কাজ করেছেন।স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক কৌস্তব চক্রবর্তী নিজে পুজো করেছেন।অঞ্জলি মন্ত্র থেকে প্রার্থনা মন্ত্র সবটাই প্রিন্সিপাল ম্যাডাম নিজে করেছেন বলেও জানান তিনি।
আর ও পড়ুন ডাইনি অপবাদ দিয়ে পুত্রবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
স্কুল ছাত্রী আর্জিতা দেবনাথ জানিয়েছে যে” সে এই স্কুলে।ছোটবেলা থেকে পড়ছে।অনেক রকম ভাবেই পুজো হতে দেখেছে স্কুলে।কিন্তু এবারের পুজো টা।অন্য রকম ভাবে উপভোগ করেছে সে,কারণ এবার স্কুলের।সকলে মিলে সব কাজ করেছে ,প্রিন্সিপাল ম্যাডাম নিজে সকল কে মন্ত্র উচ্চারণ করিয়েছেন।তাই এ বছর অর্জিতার কাছে পুজোটা বিশেষ মাত্রা পেয়েছে”।
তবে সেই সঙ্গে আর্জিতা জানায় করোনা কারণে এ বছর সবাই কে স্কুল ইউনিফর্ম পরে আসতে হয়েছে।তাই একটু খারাপ লাগছে। তবে কোচবিহার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ভাইস প্রিন্সিপাল নিবেদিতা চক্রবর্তী জানান”করোনা পরিস্থিতিতে পুজো করতে পেরে সকলে খুশি।বিশেষ করে পুজোর সমস্ত কাজ নিজেরা করতে পারায় খুব ভালো লাগছে।বাইরের কারো সাহায্য না নিয়ে সব কিছু ই স্কুলের সবাই মিলে করেছে”।