প্রার্থীপদ প্রত্যাখ্যান করলেন ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। প্রার্থীপদ প্রত্যাখ্যান।মালদার ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীপদ প্রত্যাখ্যান করলেন ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি। ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ডে তার মনোমতো প্রার্থী না হওয়ায় প্রার্থীপদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত। দলের কাছে ক্ষোভের কথা সে ভাবে জানাননি , তার সাথে কথা বলে রাজ্য নেতৃত্বকে পুরো বিষয়টি জানানো হবে প্রতিক্রিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সীর। কটাক্ষ বিজেপির।
ইংরেজবাজার পৌরসভার ৪ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নরেন্দ্রনাথ তেওয়ারি। হয়েছেন পুরসভার চেয়ারম্যান ও। তার স্ত্রী দুবার নির্বাচিত হয়েছেন ইংরেজবাজার পৌরসভায়। বরাবর ২২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন নরেন্দ্রনাথ। তার স্ত্রী নির্বাচিত হয়েছেন ২৬ নম্বর ওয়ার্ড থেকে। কিন্তু সংরক্ষণের জন্য এবারে এই দুটি ওয়ার্ডে তেওয়ারি দম্পত্তির প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়।
তাই দলের কাছে তিনি এই দুটি ওয়ার্ডে তার মনমতো প্রার্থী দেওয়ার জন্য আবেদন করেছিলেন বলে তার দাবি। কিন্তু প্রার্থী তালিকায় তার মনের মত প্রার্থী না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দল তাকে ২৩নম্বর ওয়ার্ডের প্রার্থী করেছিল। সেই প্রার্থীপদ প্রত্যাখ্যান করেন তিনি। নরেন্দ্রনাথ বলেন, দল দ্বিচারিতা করছে। আমি শহর সভাপতি অথচ আমার মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি প্রার্থী করার ক্ষেত্রে।
আর ও পড়ুন ডাইনি অপবাদ দিয়ে পুত্রবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
দীর্ঘদিন ধরে ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ড আমি ধরে রেখেছি। সিপিএম দাঁত ফোটাতে পারেনি এই ওয়ার্ড গুলিতে। অথচ আমার প্রার্থী করা হলো না। আগামী দিনে এই দল করব কিনা ভাববো। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, নন্দু দার সাথে কথা হয়নি, কথা বলব। ক্ষোভের কথা জানান নি। তার সাথে কথা বলে রাজ্য নেতৃত্বকে পুরো বিষয়টি জানাবো।
এই বিষয়ে দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, তৃণমূল কোন সাংগঠনিক দল নয়। এরা কোন সাংগঠনিক পদ্ধতি মানে না। উপর থেকে যা আসে তাই করে। এদের বিশৃঙ্খলা তো মানুষ দেখছে। বিশৃঙ্খলতা তৃণমূলের মজ্জাগত হয়ে গেছে এর বাইরে এরা কখনো বেরোতে পারবে না।