আজ সন্ধেয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে লতা মঙ্গেশকরের। চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। প্রায় এক মাসের লড়াইয়ের পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে ইতিমধ্যেই শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ দেশের সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা।
জানা গিয়েছে, রবিবার বেলা ১২.৩০টার পর লতা মঙ্গেশকরের মরদেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। তাঁর পেডার রোডের প্রভু কুঞ্জের বাড়িতে দুপুর পর্যন্ত শায়িত থাকবে তাঁর মরদেহ। সেখানে ৩টে পর্যন্ত রাখা হবে তাঁকে। বাড়িতেও শেষ দর্শন করতে পারেন শিল্পীর অনুরাগীরা। এরপর মুম্বইয়ের শিবাজি পার্ক শ্মশানে বিকেল ৪টে থেকে লতা মঙ্গেশকরের মৃতদেহ শায়িত থাকবে। সন্ধে ৬.৩০টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের।
সেখানেই শেষশ্রদ্ধা জানানো যাবে শিল্পীকে। তাঁকে শ্রদ্ধা জানাতে সেখানেই উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুক্ষণের মধ্যেই তিনি মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন। মহারাষ্ট্র সরকার লতা মঙ্গেশকরের শেষকৃত্যের সবরকম ব্যবস্থাপনা করেছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ইতিমধ্যেই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, আগামী দু’দিন লতা মঙ্গেশকরের প্রয়াণে জাতীয় শোক পালিত হবে।
আর ও পড়ুন প্রয়াত লতা মঙ্গেশকর, দেশজুড়ে শোকের ছায়া
উল্লেখ্য, আজ সন্ধেয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে লতা মঙ্গেশকরের। চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। প্রায় এক মাসের লড়াইয়ের পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে ইতিমধ্যেই শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ দেশের সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা। জানা গিয়েছে, রবিবার বেলা ১২.৩০টার পর লতা মঙ্গেশকরের মরদেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। তাঁর পেডার রোডের প্রভু কুঞ্জের বাড়িতে দুপুর পর্যন্ত শায়িত থাকবে তাঁর মরদেহ। সেখানে ৩টে পর্যন্ত রাখা হবে তাঁকে। বাড়িতেও শেষ দর্শন করতে পারেন শিল্পীর অনুরাগীরা।
এরপর মুম্বইয়ের শিবাজি পার্ক শ্মশানে বিকেল ৪টে থেকে লতা মঙ্গেশকরের মৃতদেহ শায়িত থাকবে। সন্ধে ৬.৩০টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের। সেখানেই শেষশ্রদ্ধা জানানো যাবে শিল্পীকে। তাঁকে শ্রদ্ধা জানাতে সেখানেই উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুক্ষণের মধ্যেই তিনি মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন। মহারাষ্ট্র সরকার লতা মঙ্গেশকরের শেষকৃত্যের সবরকম ব্যবস্থাপনা করেছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ইতিমধ্যেই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, আগামী দু’দিন লতা মঙ্গেশকরের প্রয়াণে জাতীয় শোক পালিত হবে।