পিস্তল সহ গ্রেপ্তার এক যুবক। পৌরসভা নির্বাচনের মুখে দিনহাটায় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। দিনহাটা থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের দিনহাটা পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে অভিযান চালায় দিনহাটা থানার বিশেষ পুলিশবাহিনী। সেই অভিযানেই ‘জ্যোতির্ময় বর্মন’ নামে এক যুবককে আটক করে দিনহাটা থানার পুলিশ। সেখানে তাকে তল্লাশি করার পর তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে ওই যুবককে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ বলে জানা গেছে। পৌরসভা নির্বাচনের মুখে এই যুবক দিনহাটা শহরের অশান্তি পাকানোর চেষ্টা করছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে যে বিষয়গুলি খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ। ধৃত ওই যুবকের বাড়ি নাজিরহাটের শালমারা এলাকায়। সূত্রের খবর অনুযায়ী, জ্যোতির্ময় বর্মন নামে ধৃত ওই যুবক এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। স্বভাবতই সে বিষয়টি সামনে আসতেই আরো গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। এদিকে রবিবার সকালে অভিযুক্ত ঐ যুবককে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে দিনহাটা থানার পুলিশ।
সেখানে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের পুলিশি রিমান্ড চাওয়া হলে বিচারক অভিযুক্তকে ৫ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেয়। দিনহাটা থানা সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ওই বন্দুকটি কিভাবে তার কাছে এলো তা নিয়েও তদন্ত করছে পুলিশ।
আর ও পড়ুন বিধাননগরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে জাদুকর পি সি সরকার জুনিয়র
সরকারী পক্ষের আইনজীবী নীহার রঞ্জন গুপ্তা বলেন, দিনহাটার থানার পুলিশ আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জ্যোতির্ময় বর্মন নামে এক যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ও তাকে গ্রেফতার করে। এদিন তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয় সেখানে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের পুলিশি রিমান্ড চাওয়া হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছে। পৌর নির্বাচনের আগে দিনহাটা শহর থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক গ্রেফতারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা শহরে।