তৃণমূলে টিকিট না পেয়ে নির্দলে যোগ দিলেন তৃণমূল নেতা। টিকিট না পেয়ে দলত্যাগ করলেন রাজপুর সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি উত্তম দাস। শুধু দলত্যাগই নয়, এই ওয়ার্ডেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সভাপতি হিসেবে তাকে অন্ধকারে রেখেই প্রকাশ করা হয়েছে। তার আরও অভিযোগ তৃণমুল প্রার্থী রাজীব পুরোহিত এই ওয়ার্ডের বিগত ৫ বছর ধরে কাউন্সিলর ছিলেন। ওয়ার্ডের কোনো উন্নয়ন তিনি করেননি। বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিও করেছেন অথচ তাকেই প্রার্থী করেছে দল। দলের কর্মীদের নিয়েই দল ছাড়লেন তিনি।
বিষয়টিকে গুরুত্বই দিতে রাজী নন এই ওয়ার্ডের বামপ্রার্থী। তার পরিষ্কার বক্তব্য এই ওয়ার্ড বামদের ছিল, বামেদেরই থাকবে। অন্যদিকে তৃণমূল প্রার্থী রাজীব পুরোহিত বলেন সভাপতি নিজেই দলবিরোধী কাজ করছেন। সাধারণ তৃণমুল কর্মীরা তার সাথে আছেন। এই ওয়ার্ডে তার জয় নিয়ে তিনি নিশ্চিত বলে জানান রাজীব।
আর ও পড়ুন লতার স্মৃতি রোমন্থন করছেন বর্ধমান শহরের বাসিন্দারা
উল্লেখ্য, তৃণমূলে টিকিট না পেয়ে নির্দলে যোগ দিলেন তৃণমূল নেতা। টিকিট না পেয়ে দলত্যাগ করলেন রাজপুর সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি উত্তম দাস। শুধু দলত্যাগই নয়, এই ওয়ার্ডেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সভাপতি হিসেবে তাকে অন্ধকারে রেখেই প্রকাশ করা হয়েছে। তার আরও অভিযোগ তৃণমুল প্রার্থী রাজীব পুরোহিত এই ওয়ার্ডের বিগত ৫ বছর ধরে কাউন্সিলর ছিলেন।
ওয়ার্ডের কোনো উন্নয়ন তিনি করেননি। বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিও করেছেন অথচ তাকেই প্রার্থী করেছে দল। দলের কর্মীদের নিয়েই দল ছাড়লেন তিনি। বিষয়টিকে গুরুত্বই দিতে রাজী নন এই ওয়ার্ডের বামপ্রার্থী। তার পরিষ্কার বক্তব্য এই ওয়ার্ড বামদের ছিল, বামেদেরই থাকবে। অন্যদিকে তৃণমূল প্রার্থী রাজীব পুরোহিত বলেন সভাপতি নিজেই দলবিরোধী কাজ করছেন। সাধারণ তৃণমুল কর্মীরা তার সাথে আছেন। এই ওয়ার্ডে তার জয় নিয়ে তিনি নিশ্চিত বলে জানান রাজীব।