সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ . সামনেই পুরভোট। প্রচারে ব্যাস্ত সব প্রার্থী।জন সংযোগে খামতি রাখতে চাইছেন না কেউই।এদিন সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থী রবীন্দ্র নাথ ঘোষ।মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ধন্য রবীন্দ্র নাথ কে ২০২২ এর পুরসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে কোচবিহার বাজার সংলগ্ন 8 নং ওয়ার্ড থেকে।
এদিন সকাল বেলা থেকেই রবি বাবু প্রচার শুরু করেন।8 নং ওয়ার্ডের প্রতিটি দোকানদার দের সঙ্গে সময় নিয়ে কথা বলেছেন।মন দিয়ে শুনছেন প্রতিটি দোকানদার দের কথা।সেই সঙ্গে বাজার সংলগ্ন প্রতিটি বাড়ি তেও প্রচার করেন। সকাল সকাল বাড়ির প্রত্যেক সদস্য বাড়ি তে থাকার কারণে বাড়ি বাড়ি গিয়ে সকলের সাথে কথা বলেন।
এদিন সাংবাদিক দের রবীন্দ্র নাথ ঘোষ জানান, “মানুষের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি।মানুষ ভোট দেবার জন্যে খুব আগ্রহী হয়ে আছে।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সাধারণ নাগরিক ও সকল ভোটার খুশি।মানুষ চাইছে আরও উন্নয়ন হোক।রাজার শহর হেরিটেজ কোচবিহারে আরও উন্নত পরিষেবা প্রদান করার জন্যে সরকার সবসময সচেষ্ট রয়েছেন”।সেই সঙ্গে তিনি আরও বলেন, মানুষ তৃণমূল কংগ্রেস কেই ভোট দেবে এবং সব কয়টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসই জিতবে।
আর ও পড়ুন সরস্বতী পুজো বন্ধ স্কুলে, প্রধান শিক্ষককে দরজা আটকে বিক্ষোভ
উল্লেখ্য,সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থী রবীন্দ্র নাথ ঘোষ . সামনেই পুরভোট। প্রচারে ব্যাস্ত সব প্রার্থী।জন সংযোগে খামতি রাখতে চাইছেন না কেউই।এদিন সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থী রবীন্দ্র নাথ ঘোষ।মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ধন্য রবীন্দ্র নাথ কে ২০২২ এর পুরসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে কোচবিহার বাজার সংলগ্ন 8 নং ওয়ার্ড থেকে। এদিন সকাল বেলা থেকেই রবি বাবু প্রচার শুরু করেন।8 নং ওয়ার্ডের প্রতিটি দোকানদার দের সঙ্গে সময় নিয়ে কথা বলেছেন।মন দিয়ে শুনছেন প্রতিটি দোকানদার দের কথা।সেই সঙ্গে বাজার সংলগ্ন প্রতিটি বাড়ি তেও প্রচার করেন।
সকাল সকাল বাড়ির প্রত্যেক সদস্য বাড়ি তে থাকার কারণে বাড়ি বাড়ি গিয়ে সকলের সাথে কথা বলেন। এদিন সাংবাদিক দের রবীন্দ্র নাথ ঘোষ জানান, “মানুষের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি।মানুষ ভোট দেবার জন্যে খুব আগ্রহী হয়ে আছে।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সাধারণ নাগরিক ও সকল ভোটার খুশি।মানুষ চাইছে আরও উন্নয়ন হোক।রাজার শহর হেরিটেজ কোচবিহারে আরও উন্নত পরিষেবা প্রদান করার জন্যে সরকার সবসময সচেষ্ট রয়েছেন”।সেই সঙ্গে তিনি আরও বলেন, মানুষ তৃণমূল কংগ্রেস কেই ভোট দেবে এবং সব কয়টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসই জিতবে।