কলকাতা ছাড়ার আগে যা বলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এয়ার ইন্ডিয়া টাটা গোষ্ঠীর হাতে চলে যাওয়ার পর কর্মচারীদের ভবিষ্যত অন্ধকার হয়ে পড়েছে। এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সাথে সেই বিষয়ে কথা বলেন কর্মীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ছাড়ার আগে বলেন, অখিলেশ যাদবের হয়ে প্রচারে যাচ্ছি। অখিলেশ জিতুক আমি সেটা চাই। বিজেপি হার হোক ও সমাজবাদী পার্টি জিতুক। অখিলেশকে মোরাল সাপোর্ট দিতে যাচ্ছি। কংগ্রেস ওদের সঙ্গে থাকলে ভালো হতো। অখিলেশের জেতার সম্ভবনা আছে।
মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা বিমানবন্দর হাজার একর জমি চেয়েছিল। আমি কি সব বাড়ি ভেঙে দেবো। আমি সিঙ্গুর ও নন্দীগ্রাম হতে দেবো না।আমরা অন্ডালে জমি দিয়েছি। এভিয়েশন মন্ত্রীকে বলছি পলিটিক্স করতে বারণ করছি। আমি বারাণসীতে যাবো। সেখানে শিব মন্দির যাবো।
প্রার্থী নিয়ে বিক্ষোভ নিয়ে বলেন সুব্রত বক্সীর স্বাক্ষর করা লিস্টই ফাইনাল। আমি প্রত্যেক শিল্পীকে শ্রদ্ধা করি। আমি এদের মধ্যে কমিউনাল কিছু দেখি না। আমি পাঞ্জাবে যাবো। সেখানে লোকসভা নির্বাচনে লড়বে।এয়ার ইন্ডিয়া টাটা গোষ্ঠীর হাতে গিয়েছে আমি অনুরোধ করবো কারো যাতে কাজ না যায়। ভারত সরকারকে বলবো কারো কাজ যাতে না যায়।
আর ও পড়ুন সরস্বতী পুজো বন্ধ স্কুলে, প্রধান শিক্ষককে দরজা আটকে বিক্ষোভ
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া টাটা গোষ্ঠীর হাতে চলে যাওয়ার পর কর্মচারীদের ভবিষ্যত অন্ধকার হয়ে পড়েছে। এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সাথে সেই বিষয়ে কথা বলেন কর্মীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ছাড়ার আগে বলেন, অখিলেশ যাদবের হয়ে প্রচারে যাচ্ছি। অখিলেশ জিতুক আমি সেটা চাই। বিজেপি হার হোক ও সমাজবাদী পার্টি জিতুক। অখিলেশকে মোরাল সাপোর্ট দিতে যাচ্ছি। কংগ্রেস ওদের সঙ্গে থাকলে ভালো হতো। অখিলেশের জেতার সম্ভবনা আছে।
মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা বিমানবন্দর হাজার একর জমি চেয়েছিল। আমি কি সব বাড়ি ভেঙে দেবো। আমি সিঙ্গুর ও নন্দীগ্রাম হতে দেবো না।আমরা অন্ডালে জমি দিয়েছি। এভিয়েশন মন্ত্রীকে বলছি পলিটিক্স করতে বারণ করছি। আমি বারাণসীতে যাবো। সেখানে শিব মন্দির যাবো।প্রার্থী নিয়ে বিক্ষোভ নিয়ে বলেন সুব্রত বক্সীর স্বাক্ষর করা লিস্টই ফাইনাল। আমি প্রত্যেক শিল্পীকে শ্রদ্ধা করি। আমি এদের মধ্যে কমিউনাল কিছু দেখি না। আমি পাঞ্জাবে যাবো। সেখানে লোকসভা নির্বাচনে লড়বে।এয়ার ইন্ডিয়া টাটা গোষ্ঠীর হাতে গিয়েছে আমি অনুরোধ করবো কারো যাতে কাজ না যায়। ভারত সরকারকে বলবো কারো কাজ যাতে না যায়।