উত্তর মোট ৮টি ওয়ার্ডে প্রার্থী বদল ঘটালো ঘাসফুল। এদিন রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে ডালখোলা পুরসভার তিনটি ওয়ার্ড ১, ৮ ও ১০, ইসলামপুরের দুটি ওয়ার্ড ১ ও ১৫ এবং কালিয়াগঞ্জের ৪, ৮ এবং ১৭ এই তিনটি ওয়ার্ডে প্রার্থী বদলের কথা ঘোষনা করেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তৃনমুলের অফিসিয়াল ফেসবুক পেজে ডালখোলা পুরসভায় ১নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন জিল্লুর রহমান, তার বদলে প্রার্থী হলেন আলি হোসেইন।
৮নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন রাকেশ সরকার, তাকে ১০নং ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে এবং ৮নং ওয়ার্ডে প্রার্থী হলেন স্বদেশ চন্দ্র সরকার। ১০নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন তাতন বারই। ইসলামপুর পুরসভায় ১নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন কৃষ্ণা ঘোষ দত্ত, তার বদলে প্রার্থী হলেন সঞ্জয় দত্ত।১৫নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন দ্বিজেন পোদ্দার, তার জায়গায় প্রার্থী হলেন অর্পিতা পোদ্দার দত্ত।
কালিয়াগঞ্জ পুরসভায় ৪নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন মনোজ সরকার, তার বদলে প্রার্থী হলেন সুব্রত শর।
৮নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন কমল ঘোষ, তার বদলে প্রার্থী হলেন পরিতোষ সরকার। ১৭নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন রাজেশ গুপ্তা, তার বদলে প্রার্থী হলেন বসন্ত রায়।
আর ও পড়ুন সুন্দরবনে ১০০ বিঘা মাছের ভেড়ি নিয়ে গন্ডগোল
উল্লেখ্য, চাপের মুখে প্রার্থী বদল শাসক তৃনমুলের। সোমবার উত্তর দিনাজপুরের ডালখোলা কালিয়াগঞ্জ এবং ইসলামপুর পুরসভার মোট ৮টি ওয়ার্ডে প্রার্থী বদল ঘটালো ঘাসফুল। এদিন রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে ডালখোলা পুরসভার তিনটি ওয়ার্ড ১, ৮ ও ১০, ইসলামপুরের দুটি ওয়ার্ড ১ ও ১৫ এবং কালিয়াগঞ্জের ৪, ৮ এবং ১৭ এই তিনটি ওয়ার্ডে প্রার্থী বদলের কথা ঘোষনা করেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
তৃনমুলের অফিসিয়াল ফেসবুক পেজে ডালখোলা পুরসভায় ১নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন জিল্লুর রহমান, তার বদলে প্রার্থী হলেন আলি হোসেইন। ৮নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন রাকেশ সরকার, তাকে ১০নং ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে এবং ৮নং ওয়ার্ডে প্রার্থী হলেন স্বদেশ চন্দ্র সরকার। ১০নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন তাতন বারই। ইসলামপুর পুরসভায় ১নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন কৃষ্ণা ঘোষ দত্ত, তার বদলে প্রার্থী হলেন সঞ্জয় দত্ত।১৫নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন দ্বিজেন পোদ্দার, তার জায়গায় প্রার্থী হলেন অর্পিতা পোদ্দার দত্ত।কালিয়াগঞ্জ পুরসভায় ৪নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন মনোজ সরকার, তার বদলে প্রার্থী হলেন সুব্রত শর। ৮নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন কমল ঘোষ, তার বদলে প্রার্থী হলেন পরিতোষ সরকার। ১৭নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন রাজেশ গুপ্তা, তার বদলে প্রার্থী হলেন বসন্ত রায়।