ফোনের মাধ্যমে ওয়ার্ডের মানুষের সঙ্গে জনসংযোগ যাচ্ছেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। বিধাননগর পৌরনিগমের .৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত ভোটের আগে বাড়িতেই বসে ফোনের মাধ্যমে ওয়ার্ডের মানুষের সঙ্গে জনসংযোগ যাচ্ছেন তিনি জানান যে ছাত্র সারা বছর পড়াশোনা করে তাকে পরীক্ষার আগের দিন পড়াশোনা করতে হয় না।
শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন আগে নিজের ওয়ার্ডে কাঁথি পৌরসভা বাঁচাক তারপরে আমার ওয়ার্ড। সবথেকে দুঃখের বিষয় শুভেন্দু অধিকারী বলে নয় পদ হচ্ছে বিরোধী দলনেতা সম্মানীয় পদ। যারা ওনাকে আমার ওয়ার্ডে নিয়ে এসেছিলেন একটু বলে দেওয়া উচিত ছিল, তাদের উনি বললেন উনার যে প্রার্থী আমার বিরুদ্ধে আমার আগে থেকে কাউন্সিলর উনি জানেন না। যেদিন থেকে পৌরসভা হয়েছে সেদিন থেকে আমি কাউন্সিলর। উনার দলের যিনি মনোনীত প্রার্থী তিনি বারবার ওয়ার্ড চেঞ্জ করেছেন আমি কোনদিনই আমার ওয়ার্ড চেঞ্জ করি…
আর ও পড়ুন অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে কলেজের গেটে বসে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের
আমি অনেকদিন আগেই বলেছিলাম শুভেন্দু আসতে পারলে বেঁচে যায়। আজকে মহামান্য আদালত একটি রায় দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ই হোক আর রাজ্য নির্বাচন কমিশন হোক একটি সংস্থা অটোনমাস বডি তাদের মান্যতা দিয়ে মহামান্য আদালত সবটাই নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিয়েছে। এটাই ভবিতব্য। যেমন আদালতের কাজের ক্ষেত্রে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না ।
সংবিধানের লিখিত আকারে আছে আদালতও কোন স্ব-শাসিত সংস্থার উপরে সাধারণত করেন না। দৃষ্টান্তমূলক ঘটনা না হলে যে সব এর উপরে আদালতে গিয়ে ছিলেন। যারা আপনারা বলছেন বিরোধীরা নাকি এখানে প্রচার করতে পারছে না। দেখলাম দেবাশীষ জানা ফেসবুকে বলছেন, এইতো গণতন্ত্র এই ভাবেই তো প্রচার হওয়া উচিত। যে ওয়ার্ডে উনি দাঁড়িয়েছেন ওয়ার্ডের অন্তত 5 জন লোককে পাশে দরকার। আমি ওয়ার্ডের যেখানে যেখানে ঘুরেছি সেই ওয়ার্ডের ব্লকের লোককে নিয়ে ঘুরেছি।
কুনাল ঘোষের বিরোধী দলনেতা বক্তব্য নিয়ে সব্যসাচী দত্ত জানান আমি যতদূর জানি বিরোধী দলের নেতা হতে গেলে মিনিমাম একটা সংখ্যা পেতে হয় সেই সংখ্যা পাবে তো?তৃণমূলের পিছন দরজা দিয়ে কোন দরজা আছে কিনা শুভেন্দু অধিকারী এখন খুঁজে বেড়াচ্ছেন একবার নেনা বাবা ?একবার নে? আমি কি দোষ করলাম এবং আজকে মমতাদি আমাকে দয়া করেছেন আশীর্বাদ করেছেন। অভিষেক বলেছেন তারপরে আমি চলে এসেছি এটাই তো ওর রাগ। শুভেন্দু আসতে পারলো না আমি চলে এসেছি।