রাত পোহালেই শিলিগুড়িতে ৫০২টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট। শিলিগুড়িতে ৫০২টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট আজ। ৪লক্ষ ২৮হাজার ৯৭ জন ভোটারের নিরাপত্তা নিশ্চিত করে সর্বতভাবে প্রস্তুত পুলিশ ও প্রশাসনিক মহল। হিংসার রেকর্ড নেই, ফুরফুরে মেজাজে ভোট কর্মীরা। প্রতিটি বুথে সিসি ক্যামেরার নজরদারি ও পুলিশের পাশাপাশি মোতায়ন সিভিল ডিফেন্স টিম।
৪লক্ষ ২৮হাজার ৯৭ জন ভোটারের নিরাপত্তা নিশ্চিত করে সর্বতভাবে প্রস্তুত পুলিশ ও প্রশাসনিক মহল। শিলিগুড়ি পুরনিগমের মহিলা ও পুরুষ ভোটারের সংখ্যা একেবারে কাছাকাছি। সেক্ষেত্রে পুরুষ ভোটারের সংখ্যা ২লক্ষ৩৯হাজার ৮০ ও মহিলা ভোটারের সংখ্যা ১লক্ষ ৯৮হাজার ৮৯৯। শহরে ১৮জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। যার মধ্যে শিলিগুড়ি শহরের চার নাম্বার ওয়ার্ডে রয়েছে এগারো জন তৃতীয়লিঙ্গের নাগরিক। শিলিগুড়ির কেন্দ্রে শিলিগুড়ি কলেজে করা হয়েছে ডিসিআরসি।
সেখানেই রয়েছে স্ট্রং রুম। শুক্রবার সকাল থেকেই ভোট কর্মীদের ভিড় পড়ে যায় সকলের স্বতঃস্ফূর্ত তার সঙ্গে নিজ দায়িত্বে বুঝে নেন। শিলিগুড়ি পুর নির্বাচনের ৪৭ টি ওয়ার্ডে মোট ৫০২টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। যার মধ্যে ৮১টি বুথ অতিরিক্ত বুথ রয়েছে। ৯১টি স্পর্শ কাতর বুথ রয়েছে শহরে। সেগুলিতে একজন সিনিয়র অফিসারের নেতৃত্বে থাকছে আর্ম পুলিশ। প্রতিটি বুথের ২০০মিটার পর্যন্ত ১৪৪ধারা জারি থাকছে। মোট ৫০২টি বুথে থাকছে ২০০৮ জন ভোট কর্মী।
শিলিগুড়ি পুর ভোট সংগঠঠিত করতে ২৮০৬ ভোট কর্মী নিয়ে। যদিও মহিলা কর্মীরা ভোট গ্রহণের কেন্দ্রে দায়িত্বে নেই। তবে কাউন্টিং অন্যান্য দায়িত্বে রয়েছেন তারা। প্রায় ৮০০ এর কাছাকাছি রিজার্ভ রয়েছে। জলাপাইগুড়ি,কোচবিহার জেলা থেকে এসে ইভিএম ও যাবতীয় ভোট গ্রহণের সামগ্রী যাচাই করে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দেন এদিনই।
রমেশ সরকার বলেন এই নিয়ে দুবার শিলিগুড়ি পুরো নিগমের পোলিং পার্সনেল কাজ করেছি। শিলিগুড়িতে শান্তিপূর্ণভাবে ভোট হয়। খোশ মেজাজেই ভোটের ডিউটি করেন তারা। আর পাচটা কাজের মতোই শিলিগুড়িতে ভোটের কাজ সেরে ফুরফুরে অনুভূতি নিয়েই ফিরি। এদিন ডিসিআরসি ও ভোট গ্রহণ কেন্দ্র গুলি
পর্যবেক্ষণ করে ব্যবস্থাপনা ও পরিকাঠামো নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন ইলেকশন স্পেশাল অবজার্ভর জ্যোতিস্মান চট্টোপাধ্যায়। এদিকে শিলিগুড়ি মহকুমা শাসক তথা মুখ্য নির্বাচনী আধিকারিক ভি. প্যাটিল সদ্য চাকুরী নিয়েই প্রথম নির্বাচন পরিচালনা।
আর ও পড়ুন অভিষেক ব্যানার্জির থেকে বেশি দাপট উদয়ন গুহের, বললেন সুজন
শিলিগুড়ির মত মেট্রোপলিটন সিটির নির্বাচন পরিচালনার গুরু দায়িত্ব পড়েছে তার কাঁধে। তিনি জানান ৫০২টি সিসি ক্যামেরা রয়েছে, ৩৫জন সেক্টর অফিসার রয়েছেন। তারা পুরোএলাকার ৫০২টি বুথে পর্যবেক্ষণ করবেন। স্পর্শ কাতর বুথ গুলিতে ভোটের নির্ধারিত সময়ের ২৪ঘন্টা পূর্ব থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে রুট মার্চও। সশস্ত্র পুলিশের সঙ্গে মোতায়েন থাকছে ৭০ টি সিভিল ডিফেন্স টিম। তারা জমায়েত নিয়ন্ত্রণ ও অশান্তি সৃষ্টির গতিবিধির ওপর নজর রাখবে। কিআরটি এর আধিকারিকের নেতৃত্বে সিলিগুরি বিভিন্ন ওয়ার্ডে নজরদারি চালাবে পুলিশের সঙ্গে নজরদারি চালাবে সিভিল ডিফেন্স টিম। তিনি বলেন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পোলিং স্টেশনে ভোট গ্রহন চলবে।
উল্লেখযোগ্য ভাবে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী কোভিড রুগীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বিকেল চারটে থেকে ভোট গ্রহনের জন্য তাদের সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে শিলিগুড়ি পুরো নির্বাচনের অফিসার ইনচার্জ জানান ভোটগ্রহণ কেন্দ্রের অধিক পর্যাপ্ত ইভিএম মেশিন রয়েছে আমাদের কাছে। পোলিং অফিসার ৫০২জন ও পোলিং পার্সোনাল রয়েছেন ৭৯৮জন। ভোট গণনায় ১০৩জন অফিসার রয়েছেন। মোট পোস্টাল ব্যালটে ভোট দাতার সংখ্যা ৯৯২। যা শুক্রবার সম্পন্ন হয়ে গিয়েছে। ৫৫জন মহিলাও।