খেলার সময় চৌবাচ্চার জলে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই শিশুর

খেলার সময় চৌবাচ্চার জলে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই শিশুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
চৌবাচ্চার

খেলার সময় চৌবাচ্চার জলে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই শিশুর। মৃতদের দুজনেরই বয়স ছয় বছর। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকার একটি ইটভাটায়। ওই ইঁট ভাটায় শ্রমিকের কাজ করতেন মৃত দুই শিশুর বাবা-মা। বাড়ির লোকেদের অলক্ষে খেলার সময় ইটভাটা সংলগ্ন একটি চৌবাচ্চা আকৃতির গর্তের পরে যায় দুই শিশু।

 

তাতে কাদাজলের মধ্যে দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এরপর বিষয়টি জানাজানি হতে গোটা এলাকায় হইচই পড়ে যায়। পরে খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ এবং দমকল বাহিনী। দুই শিশুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম  ঋত্মিক তাঁতি(‌৬)‌ ও রোশন তাঁতি(‌৫)‌। তাদের বাড়ি বিহারের ভাগলপুরে। পুরাতন মালদা থানা এলাকার অনেক ইঁটভাটাতেই বিহার থেকে বহু শ্রমিকরা আসেন দিনমজুরের কাজ করতে। সেরকম ভাবেই ওই ইটভাটায় শ্রমিকের কাজ করতে এসেছিলেন বিহারের  দম্পতি করণ তাঁতি এবং কিরণ তাঁতি। তাদেরই ওই দুই সন্তান ছিল হৃত্বিক এবং রোশন।

 

আর ও পড়ুন    টাকি পৌরসভা দখলের দোরগোড়ায় তৃণমূল কংগ্রেস

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শ্রমিক দম্পতি জানিয়েছেন,  বিহারের ভাগলপুরে বাড়ি তাঁদের। ২ ছেলেকে সঙ্গে নিয়ে দম্পতি মাস তিনেক আগে পুরাতন মালদার নলডুবি এলাকায় ইটভাটার শ্রমিকের কাজে আসেন। অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যায় ওই দম্পতি কাজে ব্যস্ত ছিলেন। সন্ধে হয়ে গেলেও ছেলেদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা, মা। পরে চৌবাচ্চার মধ্যে ২ সন্তানকে খুঁজে পান। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে জানান।

 

এই ঘটনার পর ওই পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি। তিনি বলেন , ঘটনাটি অত্যন্ত দুঃখজনক । ওই পরিবারটির সঙ্গে দেখা করে তাদের সমস্ত ভাবে সহযোগিতার কথা জানানো হয়েছে।

 

উল্লেখ্য, খেলার সময় চৌবাচ্চার জলে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই শিশুর। মৃতদের দুজনেরই বয়স ছয় বছর। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকার একটি ইটভাটায়। ওই ইঁট ভাটায় শ্রমিকের কাজ করতেন মৃত দুই শিশুর বাবা-মা। বাড়ির লোকেদের অলক্ষে খেলার সময় ইটভাটা সংলগ্ন একটি চৌবাচ্চা আকৃতির গর্তের পরে যায় দুই শিশু। তাতে কাদাজলের মধ্যে দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

 

এরপর বিষয়টি জানাজানি হতে গোটা এলাকায় হইচই পড়ে যায়। পরে খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ এবং দমকল বাহিনী। দুই শিশুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম  ঋত্মিক তাঁতি(‌৬)‌ ও রোশন তাঁতি(‌৫)‌। তাদের বাড়ি বিহারের ভাগলপুরে। পুরাতন মালদা থানা এলাকার অনেক ইঁটভাটাতেই বিহার থেকে বহু শ্রমিকরা আসেন দিনমজুরের কাজ করতে। সেরকম ভাবেই ওই ইটভাটায় শ্রমিকের কাজ করতে এসেছিলেন বিহারের  দম্পতি করণ তাঁতি এবং কিরণ তাঁতি। তাদেরই ওই দুই সন্তান ছিল হৃত্বিক এবং রোশন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top