হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, দাবি ওয়াইসির । কর্নাটকের কলেজে হিজাব নিয়ে তুমুল বিতর্ক চলছে, যার আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।এই আবহেই অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদুদ্দিন ওয়েইসি বলে দিলেন, এক হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে।
আজ একটি ভিডিও টুইট করেছেন ওয়েইসি। কোনও জনসভায় তাঁর বক্তৃতা দেওয়ার ভিডিও সেটি। তাতে তাঁকে বলতে দেখা গেল, ‘যদি আমাদের মেয়েরা বাবা-মাকে বলে যে তারা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন দেবেন। তারপর দেখি কে আটকায়।’ এরপরে তাঁর দাবি, হিজাব পরা মুসলিম মেয়েরা কলেজে যাবে, ডিস্ট্রিক্ট কালেক্টর হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে।
ওয়েইসির কথায়, ‘আমি হয়তো তখন বেঁচে থাকব না, কিন্তু আমার কথা শুনে রাখুন, একদিন হিজাব পরা মেয়েই ভারতের প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।’ ওয়েইসির এই কথায় জনসভা হাততালি এবং গর্জনে ফেটে পড়ে।
উল্লেখ্য, হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, দাবি ওয়াইসির । কর্নাটকের কলেজে হিজাব নিয়ে তুমুল বিতর্ক চলছে, যার আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।এই আবহেই অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদুদ্দিন ওয়েইসি বলে দিলেন, এক হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে। আজ একটি ভিডিও টুইট করেছেন ওয়েইসি। কোনও জনসভায় তাঁর বক্তৃতা দেওয়ার ভিডিও সেটি।
তাতে তাঁকে বলতে দেখা গেল, ‘যদি আমাদের মেয়েরা বাবা-মাকে বলে যে তারা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন দেবেন। তারপর দেখি কে আটকায়।’ এরপরে তাঁর দাবি, হিজাব পরা মুসলিম মেয়েরা কলেজে যাবে, ডিস্ট্রিক্ট কালেক্টর হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে।ওয়েইসির কথায়, ‘আমি হয়তো তখন বেঁচে থাকব না, কিন্তু আমার কথা শুনে রাখুন, একদিন হিজাব পরা মেয়েই ভারতের প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।’ ওয়েইসির এই কথায় জনসভা হাততালি এবং গর্জনে ফেটে পড়ে।
আর ও পড়ুন টাকি পৌরসভা দখলের দোরগোড়ায় তৃণমূল কংগ্রেস
হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, দাবি ওয়াইসির । কর্নাটকের কলেজে হিজাব নিয়ে তুমুল বিতর্ক চলছে, যার আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।এই আবহেই অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদুদ্দিন ওয়েইসি বলে দিলেন, এক হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে। আজ একটি ভিডিও টুইট করেছেন ওয়েইসি। কোনও জনসভায় তাঁর বক্তৃতা দেওয়ার ভিডিও সেটি।
তাতে তাঁকে বলতে দেখা গেল, ‘যদি আমাদের মেয়েরা বাবা-মাকে বলে যে তারা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন দেবেন। তারপর দেখি কে আটকায়।’ এরপরে তাঁর দাবি, হিজাব পরা মুসলিম মেয়েরা কলেজে যাবে, ডিস্ট্রিক্ট কালেক্টর হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে।ওয়েইসির কথায়, ‘আমি হয়তো তখন বেঁচে থাকব না, কিন্তু আমার কথা শুনে রাখুন, একদিন হিজাব পরা মেয়েই ভারতের প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।’ ওয়েইসির এই কথায় জনসভা হাততালি এবং গর্জনে ফেটে পড়ে।
বিতর্ক চলছে, যার আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।এই আবহেই অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদুদ্দিন ওয়েইসি বলে দিলেন, এক হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে। আজ একটি ভিডিও টুইট করেছেন ওয়েইসি। কোনও জনসভায় তাঁর বক্তৃতা দেওয়ার ভিডিও সেটি। তাতে তাঁকে বলতে দেখা গেল, ‘যদি আমাদের মেয়েরা বাবা-মাকে বলে যে তারা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন দেবেন। তারপর দেখি কে আটকায়।’ এরপরে তাঁর দাবি, হিজাব পরা মুসলিম মেয়েরা কলেজে যাবে, ডিস্ট্রিক্ট কালেক্টর হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে।ওয়েইসির কথায়, ‘আমি হয়তো তখন বেঁচে থাকব না, কিন্তু আমার কথা শুনে রাখুন, একদিন হিজাব পরা মেয়েই ভারতের প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।’ ওয়েইসির এই কথায় জনসভা হাততালি এবং গর্জনে ফেটে পড়ে।