খড়গপুরে শতাধিক বিজেপি কর্মী যোগদান করলো তৃনমূল কংগ্রেসে। আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচন। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ৭ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রবিবাসরীয় রাজনৈতিক প্রচার জমে উঠেছে প্রতিটি পৌরসভা এলাকায়।
আর এই ফাঁকে যুযুধান দুই রাজনৈতিক দল তৃণমূল আর বিজেপি র বিক্ষুব্ধদের দল বদল অব্যাহত। খড়্গপুর পৌর এলাকায় সাংসদ দিলীপ ঘোষ বনাম বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এর গোষ্ঠীদ্বন্দের আবহে শতাধিক বিজেপির যুবকর্মী রবিবার তৃণমূলে যোগদান করল ।
খড়গপুর পৌরসভার ২০ নং ওয়ার্ডের যুব মোর্চার নেতা সহ শতাধিক কর্মী’র হাতে তৃণমূল কংগ্রেসর মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা দলীয় পতাকা তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন, খড়্গপুরের বিদায়ী চেয়ারম্যান তথা ৬ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার, খড়গপুর গ্রামীনের বিধায়ক দিনেন রায় সহ তৃনমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন পৌরসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বিজেপি দল ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদানের হিড়িক বেড়ে গিয়েছে।খড়গপুর শহরের মানুষ লোকসভা ও বিধান সভা নির্বাচনে বিজেপি কে ভোট দিয়ে ভুল করেছিল।
আর ও পড়ুন জলের পাইপ ফেটে জলমগ্ন গোটা এলাকা, চরম দুর্ভোগে বাসিন্দারা
তাই পৌরসভা নির্বাচনে সে ভুল আর করবে না।তাই দলে দলে মানুষ বিজেপি দল ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করছেন।আগামী কয়েকদিন আরো অনেকে যোগদান করবেন।সেই জন্য খড়গপুর পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা জয় লাভ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।তাই বিজেপি দল ছেড়ে তৃনমূলে যোগ দেওয়া সকলকে তিনি দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য কাজ করার নির্দেশ দেন।
তিনি আরো বলেন যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে বিধানসভার নির্বাচনে বাংলার মানুষ যে ভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই ভাবেই পৌরসভার নির্বাচনে বিজেপিকে মানুষ ছুঁড়ে ফেলে দিবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের হাত কে শক্তিশালী করার জন্য মানুষ তৃনমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন।
উল্লেখ্য, খড়গপুরে শতাধিক বিজেপি কর্মী যোগদান করলো তৃনমূল কংগ্রেসে। আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচন। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ৭ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রবিবাসরীয় রাজনৈতিক প্রচার জমে উঠেছে প্রতিটি পৌরসভা এলাকায়।আর এই ফাঁকে যুযুধান দুই রাজনৈতিক দল তৃণমূল আর বিজেপি র বিক্ষুব্ধদের দল বদল অব্যাহত।
খড়্গপুর পৌর এলাকায় সাংসদ দিলীপ ঘোষ বনাম বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এর গোষ্ঠীদ্বন্দের আবহে শতাধিক বিজেপির যুবকর্মী রবিবার তৃণমূলে যোগদান করল । খড়গপুর পৌরসভার ২০ নং ওয়ার্ডের যুব মোর্চার নেতা সহ শতাধিক কর্মী’র হাতে তৃণমূল কংগ্রেসর মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা দলীয় পতাকা তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন, খড়্গপুরের বিদায়ী চেয়ারম্যান তথা ৬ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার, খড়গপুর গ্রামীনের বিধায়ক দিনেন রায় সহ তৃনমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।