শিল্পা শেঠিকে তলব করলো আদালত, কেন? জানুন। আবারও আর্থিক প্রতারণার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। তবে এবার একা শিল্পা নন, অভিযোগ উঠেছে তাঁর মা সুনন্দা শেট্টি, বোন শমিতা শেট্টির বিরুদ্ধেও। সময় মতো ঋণ শোধ না করার অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী।
বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার মুম্বইয়ের অন্ধেরির আদালত তাঁদের তিনজনকেই হাজিরা দেওয়ার নির্দেশ দিল। খবর, মুম্বইয়ের জুহু থানায় শিল্পা, শমিতা ও তাঁদের মা সুনন্দার নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন পারহাদ ফিরোজ় আমরা নামের এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, দিনের পর দিন লক্ষ লক্ষ টাকার ঋণ নিয়েও, পরিশোধ করেনি শেট্টি পরিবার।
২০১৫ সালে শিল্পা শেট্টির বাবা সুরেন্দ্র শেট্টি ২১ লক্ষ টাকা লোন নেন। তাঁর বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য এই লোন নিচ্ছেন বলেই ওই ব্যবসায়ীকে জানিয়েছিলেন তাঁর বাবা। ২০১৭ সালের মধ্যে শোধ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
শিল্পার বাবা মারা যাওয়ার পর ওই প্রতিষ্ঠান বর্তমানে তাঁরা তিনজনেই সামলান। এই মুহূর্তে সেই টাকা শোধ করার কথা তুলতেই প্রসঙ্গ এড়িয়ে যায় শেট্টি পরিবার। এমনকী ঋণ পরিশোধ করতে সম্পূর্ণ অস্বীকার করেছেন বলেও দাবি ওই ব্যবসায়ীর।
আর ও পড়ুন জলের পাইপ ফেটে জলমগ্ন গোটা এলাকা, চরম দুর্ভোগে বাসিন্দারা
এরপরই থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। সংবাদমাধ্যমকে তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি অন্ধেরি আদালতে তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শিল্পা ও শমিতা।
উল্লেখ্য, গত বছরে পর্নোগ্রাফি ছবির কাণ্ডে জড়িয়ে আটক হয়েছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। সাময়িকভাবে সেই মামলা থেকে খানিকটা স্বস্তি মিলেছে রাজের। এই বিতর্কের রেশ কাটার পর স্বাভাবিক ছন্দে ফিরেছিলেন শিল্পা। ফের তিনি বিতর্কে জড়িয়ে পড়লেন।
উল্লেখ্য,শিল্পা শেঠিকে তলব করলো আদালত, কেন? জানুন। আবারও আর্থিক প্রতারণার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। তবে এবার একা শিল্পা নন, অভিযোগ উঠেছে তাঁর মা সুনন্দা শেট্টি, বোন শমিতা শেট্টির বিরুদ্ধেও। সময় মতো ঋণ শোধ না করার অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী।বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার মুম্বইয়ের অন্ধেরির আদালত তাঁদের তিনজনকেই হাজিরা দেওয়ার নির্দেশ দিল। খবর, মুম্বইয়ের জুহু থানায় শিল্পা, শমিতা ও তাঁদের মা সুনন্দার নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন পারহাদ ফিরোজ় আমরা নামের এক ব্যবসায়ী।
তাঁর অভিযোগ, দিনের পর দিন লক্ষ লক্ষ টাকার ঋণ নিয়েও, পরিশোধ করেনি শেট্টি পরিবার।২০১৫ সালে শিল্পা শেট্টির বাবা সুরেন্দ্র শেট্টি ২১ লক্ষ টাকা লোন নেন। তাঁর বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য এই লোন নিচ্ছেন বলেই ওই ব্যবসায়ীকে জানিয়েছিলেন তাঁর বাবা। ২০১৭ সালের মধ্যে শোধ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।শিল্পার বাবা মারা যাওয়ার পর ওই প্রতিষ্ঠান বর্তমানে তাঁরা তিনজনেই সামলান। এই মুহূর্তে সেই টাকা শোধ করার কথা তুলতেই প্রসঙ্গ এড়িয়ে যায় শেট্টি পরিবার। এমনকী ঋণ পরিশোধ করতে সম্পূর্ণ অস্বীকার করেছেন বলেও দাবি ওই ব্যবসায়ীর।