আগামীকাল বাপ্পি লাহিড়ির শেষকৃত্য, শেষ শ্রদ্ধা জানালেন বি টাউনের তারাকারা । চলে গেলেন সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী।মঙ্গলবার রাত পৌনে ১২টা নাগাদ জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে জীবনাবসান হয় তাঁর।প্রয়াত বিশিষ্ট গায়ক, সুরকার বাপি লাহিড়ী। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের জুহুর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
হাসপাতালের ডিরেক্টর ডা: দীপক নামজোশী জানান ‘বাপি লাহিড়ী গত প্রায় একমাস হাসপাতালে ভর্তি ছিলেন। গত সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার তার স্বাস্থের অবনতি হওয়ায় ফের তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি একাধিক সমস্যায় জর্জরিত ছিলেন এবং ১১.৪৫ মিনিট নাগাদ ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ (ওএসএ)-এর কারণে প্রয়াত হন তিনি।
গত বছর এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ী।্ পরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শরীরে নানা জটিলতা দেখা দেয়। এরপর তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সেসময় তার চলাফেরার সুবিধার জন্য সর্বক্ষণের সঙ্গী ছিল হুইল চেয়ার।
১৯৫২ সালের ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ীর। তার ভাল নাম ছল অলকেশ লাহিড়ী। যদিও পরবর্তীতে ধীরে ধীরে তিনি বাপি লাহিড়ী নামেই পরিচিতি লাভ করেন। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী উভয়েই ছিলেন সঙ্গীত জগতের মানুষ। সম্পর্কে তিনি ছিলেন প্রয়াত সঙ্গীতশিল্পী কিশোর কুমারের ভাগ্নে। ফলে বাবা-মা এবং সাঙ্গীতিক পরিবেশেই বড় হয়েছেন বাপি।
মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু। ১৯ বছর বয়সে তিনি মুম্বাই পাড়ি দিয়েছিলেন। ১৯৭৫ সালে হিন্দি ছবি ‘জখমি’ দিয়ে তার কেরিয়ার শুরু। সাতের শতকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম ছিল বাপি লাহিড়ী। ডিস্কো ড্যান্সার গান হিট হওয়ার পরই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান বাপ্পি লাহিড়ী। মিঠুনের সাথে জুটি বেঁধে তিনি একের পর এক বিখ্যাত গান গেয়েছিলেন। ডিস্কো ড্যান্সার ছাড়াও চলতে চলতে, হিম্মতওয়ালা, শরাবি, সত্যমেব জয়তে, শোলা অউর শবনম, কম্যান্ডো সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন তিনি।
পাশাপাশ অমরসঙ্গী, গুরুদক্ষিনা, চিরদিনই তুমি যে আমার, অমর প্রেম, আশা ভালবাসা সহ একাধিক বাংলা ছবিতেও তিনি সুর দিয়েছিলেন। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে তিনি সঙ্গীত জগতের সাথে জড়িত ছিলেন। ২০২০ সালে তার শেষ গান সলমান খান অভিনীত ‘বাগী থ্রি’ এর জন্য। বলিউড অভিনেতা সলমান খানের সাথেই রিয়ালিটি শো ‘বিগ বস-১৫’তে শেষ দেখা গিয়েছিল বাপিকে। যেখানে তার নাতি স্বাস্তিকের নতুন গান ‘বাচ্চা পার্টি’ এর জন্য প্রোমোট করেছিলেন।
গানের পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন বাপি। ২০১৪ সালের জানুয়ারী মাসে বিজেপিতে যোগ দেন তিনি। ওই বছরেরই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দোপাধ্যায়ের কাছে তিনি পরাজিত হন।
আর ও পড়ুন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের, উপস্থিত থাকলেন মমতা
ভাগ্যের ওপর অগাধ বিশ্বাস ছিল তার, আর সেই কারণেই সবসময়ই তার গলা ভর্তি সোনার গহনা থাকতো। পাশপাশি চোখে থাকতো কালো রঙের গলস- যেটা তার ট্রেডমার্ক হয়ে উঠেছিল।পরিবারের তরফে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে প্রয়াত এই শিল্পীর বড় পুত্র দেশে ফিরলেই বৃহস্পতিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।
কিংবদন্তী এই সঙ্গীতশিল্পীর আকস্মিক প্রয়াণে ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতজগতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি, গায়ক ও সুরকার এ.আর.রহমান, সুরকার জিৎ গাঙ্গুলী, সঙ্গীতশিল্পী উষা উত্থুপ, কুমার সানু, রাঘব চ্যটার্জি, অভিনেতা অনুপম খের, অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রা, অজয় দেবগন, ক্রিকেটার যুবরাজ সিং, পরিচালক হনসল মেহতা, পরিচালক অশোক পন্ডিত, বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলী প্রত্যেকেই শোকজ্ঞাপন জানিয়েছেন। তাদের সকলেই একবাক্যে স্বীকার করেছেন বাপি লাহিড়ীর মৃত্যু সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি।
অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় তিনি প্রয়াত হয়েছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার সকালে তাঁর মরদেহ নিয়ে আসা হয় মুম্বইয়ের বাড়িতে। তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে আসেন কাছের মানুষরা। উপস্থিত ছিলেন বি টাউনের তারকারাও। মুম্বইয়ের চিত্রগ্রাহকদের ছবিতেই ধরা পড়েছে তারকাদের উপস্থিতি। বাপ্পি লাহিড়ীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অভিনেত্রী তনুজা, কাজল, রাকেশ রোশন, গায়িকা অলকা ইয়াগনিক, শান আরও অনেকে। বাপ্পি লাহিড়ীকে শেষ শ্রদ্ধা জানানোর সময় ভেঙেও পড়েন তনুজা। একাধিক সুপারহিট গানে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন বাপ্পি লাহিড়ী। তাঁর অকস্মাৎ প্রয়াণে শোকের ছায়া বি টাউনে।
সূত্রের খবর, বৃহস্পতিবার মুম্বইতে শেষকৃত্য সম্পন্ন হবে বাপ্পি লাহিড়ীর। তাঁর একমাত্র ছেলে বাপ্পা লাহিড়ী থাকেন বিদেশে। গতকাল রাতেই তিনি বাবার মৃত্যু সংবাদ পান। বুধবার সন্ধের মধ্যে মুম্বইয়ের বাসভবনে পৌঁছবেন বাপ্পা। সঙ্গীতশিল্পীর শেষকৃত্যের যাবতীয় কাজ তিনিই এসে শুরু করবেন।