রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি কী বললেন? । পিপিই মডেল এর নামে শিক্ষাব্যবস্থাকে বেসরকারিকরণ করার চেষ্টায় রাজ্য সরকার দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পাড়ায় সুকান্ত দা ভোট প্রচারে নয়া কৌশল বিজেপির ।
আজ উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম পৌরসভা এলাকার দোলতলায় যদিও কর্মী ও বিজেপি প্রার্থীদের নিয়ে পাড়ায় সুকান্ত দা অনুষ্ঠানে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এদিন মধ্যমগ্রাম পৌরসভা এলাকার 28 টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সম্বর্ধনা জানান রাজ্য বিজেপি সভাপতি । পাশাপাশি বিজেপি কর্মীদের জেতানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন রাজ্য বিজেপি সভাপতি ।
এদিন তিনি পিপিই মডেলের নামে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণ এর প্রতিবাদে সোচ্চার হয়ে সাধারণ মানুষকে এক হওয়ার ডাক দেন । তিনি বলেন রাজ্য সরকার পিপিই মডেলের নাম করে শিক্ষাপ্রতিষ্ঠান গুলিকে বেসরকারিকরণ করতে চাইছে । এই রাজ্য সরকারের বিদ্যালয় গুলি চালানোর ক্ষমতা নেই দেউলিয়া হয়ে গিয়েছে রাজ্য সরকার।
আর ও পড়ুন সল্টলেকে বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস
দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যে কোন শিক্ষক নিয়োগ নেই । পাশাপাশি বিধান নগর পুরো নিগমের নির্বাচনে ৯৭ শতাংশ ভোট প্রার্থী কে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে কটাক্ষ করেন রাজ্যে বিজেপি সভাপতি । তিনি উদাহরণ টেনে বলেন চায়নার শুধু কমিউনিস্ট পার্টি থাকলেও তারাও ৯৭ শতাংশ ভোট পায় না ।তিনি আরো জানান উত্তরপ্রদেশের নির্বাচন বাংলার মুখে চড় মেরেছে ।
সেখানের মানুষজন দেখিয়ে দিচ্ছে সন্ত্রাস ছাড়াও ভোট হয় । পাশাপাশি রাজ্যের পৌরনির্বাচন গুলিতে কেন্দ্রীয় বাহিনী দাবি জানান সুকান্ত মজুমদার । তিনি বলেন আমরা চাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক । সময় কম থাকলেও রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে বলেও দাবি করেন সুকান্ত মজুমদার ।