তৃণমূল প্রার্থীর পোস্টার ছিঁড়ে দেওয়ায় তুমুল উত্তেজনা মালদায় । পুর নির্বাচনের প্রাক্কালে পুরাতন মালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর ব্যানার, পোস্টার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি পোস্টারের ছবি ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বৃস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই চরম অসন্তোষ তৈরি হয়েছে সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে । এই ঘটনায় পুরাতন মালদা থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জিন্নাতুন নেসা।
স্থানীয় তৃণমূলীদের অভিযোগ, পুরাতন মালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় দলীয় প্রার্থী জিন্নাতুন নেসা রং। সমর্থনে পোস্টার ব্যানার টাঙানো হয়েছিল সব পোস্টারেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জীর ছবি রয়েছে। তার সঙ্গে দলীয় প্রার্থীর ছবি দেওয়া হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা অধিকাংশ এলাকায় পোস্টার-ব্যানারগুলি ছিঁড়ে ফেলে দিয়েছে। রাস্তার ধারে দেওয়ালে টাঙ্গানো দলীয় ঝান্ডা গুলো ছিঁড়ে ফেলা হয়েছে।
এদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ৬ নম্বর ওয়ার্ড কমিটির তৃণমূল নেতা নুরুল মোমিন বলেন, রাজনীতির ময়দানে এভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জিকে অপমান করাটা ঠিক নয়।
আর ও পড়ুন এবার মুখ্যমন্ত্রীকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল
প্রচারের মাধ্যমে বিরোধীরা নির্বাচন করুক , তাতে কোনো আপত্তি নেই। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দিয়ে এই ধরনের অপকর্ম করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না । আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য পুলিশকে অভিযোগ জানানো হয়েছে।
উল্লেখ্য, তৃণমূল প্রার্থীর পোস্টার ছিঁড়ে দেওয়ায় তুমুল উত্তেজনা মালদায় ।পুর নির্বাচনের প্রাক্কালে পুরাতন মালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর ব্যানার, পোস্টার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি পোস্টারের ছবি ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বৃস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই চরম অসন্তোষ তৈরি হয়েছে সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ।
এই ঘটনায় পুরাতন মালদা থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জিন্নাতুন নেসা।স্থানীয় তৃণমূলীদের অভিযোগ, পুরাতন মালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় দলীয় প্রার্থী জিন্নাতুন নেসা রং। সমর্থনে পোস্টার ব্যানার টাঙানো হয়েছিল সব পোস্টারেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জীর ছবি রয়েছে। তার সঙ্গে দলীয় প্রার্থীর ছবি দেওয়া হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা অধিকাংশ এলাকায় পোস্টার-ব্যানারগুলি ছিঁড়ে ফেলে দিয়েছে। রাস্তার ধারে দেওয়ালে টাঙ্গানো দলীয় ঝান্ডা গুলো ছিঁড়ে ফেলা হয়েছে।