জাতীয় কংগ্রেসের বুথ অফিস ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।আজ সকালে পুরুলিয়া পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের কংগ্রেসের নির্বাচনী কার্যালয় ভাঙা অবস্থায় দেখতে পান এলাকাবাসী।নির্বাচনের মুখে দলীয় কার্যালয় ভেঙ্গে দেওয়ায় ঘটনায় উত্তেজনা এলাকায়। কংগ্রেসের নির্বাচনী কার্যালয় ভেঙ্গে দেওয়ার অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
আট নম্বর ওয়ার্ডের কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পরেই রাতের অন্ধকারে তৃণমূলি দুষ্কৃতীরা পার্টি অফিস ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। এলাকায় উত্তেজনা।
এবার পুরুলিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শামীম দাদ খানকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস।তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে ৮ নাম্বার ওয়ার্ড থেকে এবার কংগ্রেসের হয়ে লড়াই করছেন শামীম দাদ খান।অন্যদিকে এই ওয়ার্ডে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে নতুন মুখ ফাইজাল কামাল আশরাফকে।
আর ও পড়ুন এবার মুখ্যমন্ত্রীকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল
শামীম দাদ খানের ছেলে তথা ৮ নাম্বার ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সোহেল দাদ খান অভিযোগ করেন।কাল সন্ধ্যে ৭ টা নাগাদ কংগ্রেস প্রার্থী শামীম দাদ খান কংগ্রেসের বুথ অফিস উদ্বোধন করেন। আজ সকালে দেখা যায় পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।তিনি আরো অভিযোগ করেন শাসক দলের কর্মীরা এর আগে কংগ্রেসের পোস্টার-ব্যানার নষ্ট করেছে।
কর্মীদের গুলি করে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। যেদিন থেকে শাসক দল জানতে পেরেছে ৮ নাম্বার ওয়ার্ডে কংগ্রেসের পার্থী হয়েছেন শামীম দাদ খান সেদিন থেকে বুঝতে পেরেছে এই ওয়ার্ডে তারা হারবে।তাই এখন এইসব করছে।যা হয়েছে তা মেনে নেওয়া হবেনা।কংগ্রেস হাই কমান্ডকে জানানো হয়েছে।নির্বাচন কমিশনকে জানানো হবে।ভাই ভাই লড়াই করানো হচ্ছে।
মহল্লায় দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করলেন সোহেল দাদ খান। বিষয়টি নিয়ে আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাইজাল কামাল আশরাফ ওরফে শাহী কংগ্রেসের এই অভিযোগ সম্পূর্ন অস্বীকার করে বলেন। আমাদের কেউ পার্টি অফিস ভাঙেনি। আমাদের এরকম মেন্টালিটির নয়।দিদির আশীর্বাদ না পেয়ে পায়ের তলার মাটি সরে গেছে।এলাকায় এমন কাজ করেছে যে দল টিকিট দেয়নি।এই এলাকা শান্ত এলাকা।ওরা নিজেরাই পার্টি অফিস ভেঙে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে।