কম দামে সোনা দেখিয়ে নন্দকুমারের ন’লাখ টাকা প্রতারণা

কম দামে সোনা দেখিয়ে নন্দকুমারের ন’লাখ টাকা প্রতারণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নন্দকুমারের

কম দামে সোনা দেখিয়ে নন্দকুমারের ন’লাখ টাকা প্রতারণা। মুথুট ফাইন্যান্স থেকে  নিলামের সোনা পাইয়ে দেওয়ার নামে   কম দামে ডেকে সোনা দেখিয়ে নন্দকুমারের ন’লাখ টাকা প্রতারণা।  গ্রেপ্তার ৫। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত রাজারামপুর এলাকায় ঠাকুরের মূর্তি নির্মাতা মুকুন্দ দাস ডানকুনিতে ঠাকুরের কাজ করতো।

 

ডানকুনির বামুনআড়ি এলাকার সুজয় পাত্রকে বলেন তমলুকে মুথুট ফাইন্যান্স এর ৩০০ গ্রাম সোনা নিলাম হবে। ১০ গ্রাম সোনা ৩০  হাজার। অর্থাৎ ৩০০ গ্রাম সোনা নয় লাখ টাকা নিয়ে আসতে বলেন নিমতৌড়িতে। তিনি ৯ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় টাকা নিয়ে এলে তাকে নিমতৌড়ি থাকে ব্যবত্তারহাট এর পট্টনায়ক সুড়ার একটি ভাড়া বাড়িতে নিয়ে যায় । টাকা লেনদেনের সময় রাজেশ সামন্ত বাড়ি শিবপুর ,মথুর ফাইন্যান্স এর ম্যানেজার হিসেবে পরিচয় দেয়।

 

এই ঘটনায় ৯ লাখ টাকা গোনার সময় ভুয়া পুলিশ আগে থেকেই সাজিয়ে রাখা হয়েছিল। তারা ওই ঘটনাস্থলে পুলিশের পোশাক পড়ে গিয়ে মুকুন্দ দাস মূর্তি ব্যবসায়ী ও রাজেশ সামন্তকে টাকা সহ ধরে নিয়ে যায়। পরে সুজয় পাত্র জানতে পারে তিনি জাল কেসে ফেঁসে গিয়েছেন তাই তিনি ১৫ ফেব্রুয়ারি নন্দকুমার থানায় অভিযোগ করেন।

 

আর ও পড়ুন        গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হল মূল অভিযুক্ত এনামুল হক

 

নন্দকুমার থানা পুলিশ গতকাল রাতে রাজেশ সামন্ত যিনি মথুর ফাইন্যান্স এর ম্যানেজারের পরিচয় দিয়েছিলেন ও মুকুন্দ দাস মূর্তি ব্যবসায়ী সেই সঙ্গে তিনজন পুলিশ সেজে এসেছিলেন তাদের নাম কৃষ্ণেন্দু কুইল্যা, মৃত্যুঞ্জয় আদক বিরিঞ্চি বসান বাড়ি এবং সুদীপ্ত সামন্ত বেতকল্লা এদের পাঁচজনকে নন্দকুমার থানার পুলিশ গ্রেপ্তার করে তমলুক জেলা আদালতে পাঠায়। সেই সঙ্গে একটি সাদা রঙের স্করপিও আটক করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top