পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত যুবক l ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার যদুপুর এলাকায়। আহত যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে আক্রান্ত যুবকের নাম বাবলু রায় সে পেশায় গাড়ি ব্যবসায়ী l 3 মাস আগে প্রতিবেশী যুবক সম্পর্কে একটি ট্রাক ভাড়া দেয় সে মাসিক চুক্তি 25 হাজার টাকা।কিন্তু মাত্র 10 হাজার টাকা দিলেও বাকি টাকা দিচ্ছিল না সন্তোষ বলে অভিযোগ। শনিবার রাতে সে পাওনা টাকা চাইতে যায়, বাবলু রায় তখনই দলবল নিয়ে সন্তোষ হামলা চালায় বাবলুর উপর। ডান হাতে হাসুয়া দিয়ে আঘাত করা হয়। বাবলু চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে সন্তোষ সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত্রেই ভর্তি করে। ঘটনায় সন্তোষ সহ 3 জনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । এখনো অধরা অভিযুক্তরা। ঘটনার তদন্তে ইংলিশবাজার থানার পুলিশ।