মায়ের আঘাতে গুরুতর জখম মদ্যপ ছেলে, ছেলেকে বাঁচাতে হাসপাতালে ছুটলো মা। সত্য সেলুকাস,কি বিচিত্র ময় দেশ।ছেলেকে বেধড়ক মারধোর করে চিকিৎসার জন্য হাসপাতালে ছুটলেন খোদ জন্মদাতা মা।ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া গ্রামে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে গুরুতর জখম যুবক রাজু মন্ডল।তার মায়ের নাম অঞ্জলি মন্ডল।
অঞ্জলি দেবী ‘কলকাতায় পরিচারিকার কাজ করে দুই ছেলে ও দুই মেয়েকে মানুষ করার চেষ্টা করে। ইতিমধ্যে দুই মেয়েকে কষ্ট করে বিয়ে দিয়ে দিয়েছে।২ ছেলে রাজমিস্ত্রীর কাজে যুক্ত । বিগত প্রায় ১০ বছর আগে ছোট ছেলের বিয়ে দিয়ে বউ বাড়িতে আনে।তার ২ ছেলেও রয়েছে ।কিন্তু সংসারে কোন মন নেই প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে সকলকে মারধর করে।
আর ও পড়ুন প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে
এমন ভাবে প্রায় ৮ বছর চলছে।ওই গুণধর ছেলে গত ৮-৯ মাস আগে ওর বাবাকে মারধোর করে একটি পা ভেঙে দেয়।ছেলের মুখের দিকে তাকিয়ে মা হয়ে কিছু বলতে চায়নি।শনিবার রাতে মদ্যপ অবস্থায় এসে পরিবারের সকল কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাথাড়ি মারধর করতে থাকে।তখন মা বউ মাকে বাঁচাতে এবং নিজের প্রাণ বাঁচানোর তাগিদে লাঠি দিয়ে মারধর করে।
লাঠির আঘাতে অচৈতন্য অবস্থায় পড়ে যায় ছেলে গ্রামীণ চিকিৎসক কে ডাকলে তিনি জানিয়ে দেন অবস্থা ভালো নয় হাসপাতালে ভর্তি করতে হবে। তখনই নিজেই করে দিয়ে হাসপাতালে ছোটে,আজ সকাল পর্যন্ত চলছে চিকিৎসা। তবে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মা।সাংবাদিকদের সামনে আক্ষেপ করে বলেন নিজের সন্তান কে কি কোন মা এভাবে মারে।দীর্ঘ যন্ত্রণার ফলে এমন কাজ করেছি।
উল্লেখ্য, মায়ের আঘাতে গুরুতর জখম মদ্যপ ছেলে, ছেলেকে বাঁচাতে হাসপাতালে ছুটলো মা। সত্য সেলুকাস,কি বিচিত্র ময় দেশ।ছেলেকে বেধড়ক মারধোর করে চিকিৎসার জন্য হাসপাতালে ছুটলেন খোদ জন্মদাতা মা।ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া গ্রামে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে গুরুতর জখম যুবক রাজু মন্ডল।তার মায়ের নাম অঞ্জলি মন্ডল।
অঞ্জলি দেবী ‘কলকাতায় পরিচারিকার কাজ করে দুই ছেলে ও দুই মেয়েকে মানুষ করার চেষ্টা করে। ইতিমধ্যে দুই মেয়েকে কষ্ট করে বিয়ে দিয়ে দিয়েছে।২ ছেলে রাজমিস্ত্রীর কাজে যুক্ত । বিগত প্রায় ১০ বছর আগে ছোট ছেলের বিয়ে দিয়ে বউ বাড়িতে আনে।তার ২ ছেলেও রয়েছে ।কিন্তু সংসারে কোন মন নেই প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে সকলকে মারধর করে।