ভোটের মুখে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। খড়দহ পঞ্চানন তলা এলাকায় খড়দহ পৌরসভায় ১৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় এর সামনে এক তৃণমূল কর্মী বিশ্বনাথ দাসকে মারধরের অভিযোগ উঠল টিটাগড় পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোনু সাউ এর বিরুদ্ধে।
অভিযোগ, টিটাগড় পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোনু সাউ তোলাবাজি করত তাই তাকে বাধা দেয় তৃণমূল কর্মী বিশ্বনাথ দাস। এর থেকেই শত্রুতার শুরু। গত কাল বিশ্বনাথ বাবু তৃণমূলের প্রচার থেকে ফেরার সময় এই তৃণমূল প্রার্থী সনু সাউ এর দলবল তাকে ঘিরে ধরে এবং মারধর করে। এরপর তিনি কোন মতে বাড়ি পালিয়ে আসেন। অভিযোগ এই ঘটনার সময় উপস্থিত ছিল সনু সাউ এর অনুগামী হিসেবে পরিচিত
রমেশ সাউ, সৌরভ দত্ত, হরি ব্যানার্জি ।
আর ও পড়ুন মধ্যমগ্রাম চৌমাথায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
এদিন আক্রান্ত তৃণমূল কর্মী বিশ্বনাথ বলেন ” দীর্ঘ দিন ধরে সনু সাউ ও তার দলবল নিজেদের এলাকা ছেড়ে বে এলাকায় এসে ধামকানি চমকানি দিত, তোলাবাজি করত বিভিন্ন অসামাজিক কাজ কর্ম করত তার প্রতিবাদ করেছিলাম। তাই আমাকে মারধর করা হয়েছে।”এই বিষয়ে খড়দহ পৌরসভায় ১৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী বলেন তার শান্ত ওয়ার্ড কে উত্তপ্ত করার জন্য এই ঘটনা ঘটিয়েছে বিরোধীরা। পুলিশ তদন্ত করে দেখছে।
তবে অভিযুক্ত তৃণমূল প্রার্থী সনু সাউ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন “আমি কিছু জানি না আমি টিটাগড়ের প্রার্থী আমার প্রচার কর্মসূচি নিয়ে ব্যস্ত আছি। তার বাইরে বেরনোর সময় আমার নেই। গোটা ঘটনার তদন্ত করেছে পুলিশ।
উল্লেখ্য, ভোটের মুখে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। খড়দহ পঞ্চানন তলা এলাকায় খড়দহ পৌরসভায় ১৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় এর সামনে এক তৃণমূল কর্মী বিশ্বনাথ দাসকে মারধরের অভিযোগ উঠল টিটাগড় পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোনু সাউ এর বিরুদ্ধে।
অভিযোগ, টিটাগড় পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোনু সাউ তোলাবাজি করত তাই তাকে বাধা দেয় তৃণমূল কর্মী বিশ্বনাথ দাস। এর থেকেই শত্রুতার শুরু। গত কাল বিশ্বনাথ বাবু তৃণমূলের প্রচার থেকে ফেরার সময় এই তৃণমূল প্রার্থী সনু সাউ এর দলবল তাকে ঘিরে ধরে এবং মারধর করে। এরপর তিনি কোন মতে বাড়ি পালিয়ে আসেন। অভিযোগ এই ঘটনার সময় উপস্থিত ছিল সনু সাউ এর অনুগামী হিসেবে পরিচিত
রমেশ সাউ, সৌরভ দত্ত, হরি ব্যানার্জি ।