মামা ভাগ্নের নির্বাচনের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে ? মামা ভাগ্নের নির্বাচনী লড়াইয়ে জমজমাট পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের দু বারের তৃণমূল কাউন্সিলর তৈমুর আলি খান। মামার বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হয়েছেন ভাগ্নে খুরসেদ আলী খান। এই মামা ভাগ্নের নির্বাচনের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা নিয়ে সারা ওয়ার্ডের মানুষ তাকিয়ে আছেন সেই দিকে। তৃণমূল প্রার্থী তৈমুর আলী খান জানান , পুনরায় মা মাটি মানুষের সরকারের পুরবোর্ড হবে। তিনি নিজের ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়ী হবেন।
গত দশ বছর ধরে ওয়ার্ডে উন্নয়নের কাজ করেছেন। এলাকার রাস্তা থেকে পানীয় জল , আলো, স্বাস্থ্য পরিষেবা, করোনা অতিমারির সময় মানুষের পাশে দাঁড়ানো সব করেছেন। তৃণমূল পরিচালিত পুর বোর্ড সবসময় মানুষের পাশে থেকেছে। নিজের ভাগ্না তাঁর বিরুদ্ধে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি জানান , যে কোনো মানুষ ভোটে নামতে পারেন । তাঁর সখ হয়েছে তাই নেমেছেন। উনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। মানুষ ওঁকে চেনেন না। জানেন না। কিছু কিছু মানুষ তাঁকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। এই ব্যাপারে তাঁর সঙ্গে কোনো কথা হয়নি। রাজনৈতিক ময়দানে নেমেছেন। কোন কিছু বাধাও দেননি।
আর ও পড়ুন কাকদ্বীপে ১১৪ পিস ভোলা মাছ বিক্রি হলো ৬০ লক্ষ টাকার বেশী দামে
তাঁর বিরুদ্ধে ভাগ্নার প্রার্থী হওয়াটা কোন ব্যাপার নয়। এখানে তৃণমূলের পক্ষেই ভোট হবে। বিপুল ভোটে তিনি জয়ী হবেন। ৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী খুরসেদ আলী খান জানান , লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। এবার তিনি জয়ী হবেন। এই ওয়ার্ডে বিভিন্ন সমস্যা আছে। এলাকাবাসী কালাম আহমেদ জানান , ভাগ্নে আসুক আর ভাইপো আসুক তাঁরা তো কাউকে চেনেন না। এতদিন তাঁকে কোন সমাজ সেবামূলক কাজ করতে দেখা যায়নি। এই ওয়ার্ডে যিনি কাজ করে গেছেন বা আগামী দিনে কাজ করবেন তাঁকেই ভোট দেবেন । তাঁরা আশা করছেন যাঁকে ভোট দেবেন তিনি যাতে তাঁদের পরিষেবা গুলো দেন।