পুরুলিয়ার ঝালদা পৌরসভার ১০টি আসনে প্রার্থী দিয়েছে আজসু। পুরুলিয়ার ঝালদা পৌরসভার ১২টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী দিয়েছে আজসু।জোর কদমে প্রচারে নেমেছে ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম দল আজসু। অলিতে গলিতে প্রচারসহ ঝালদার মাটি কামড়ে পড়ে রয়েছেন আজসু সুপ্রিমো তথা ঝাড়খণ্ড রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো।
২১এর বিধান সভা নির্বাচনে বিজেপির সাথে জোট করে আজসু।পুরুলিয়ার ঝাড়খণ্ড সিমানা লাগোয়া বাগমুন্ডি বিধান সভায় বিজেপির সাথে জোট করে শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে দ্বিতীয় স্থানে উঠে আসে আজসু।
পৌরসভা নির্বাচনে জেলার তিনটি পৌরসভার মধ্যে ঝালদা পৌরসভা কে পাখির চোখ করেছে ঝাড়খণ্ড রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতর দল আজসু।
ঝালদা পৌরসভার ১২টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী দিয়েছে আজসু। পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অনেক আগে থেকেই মিটিং মিছিল করে আসছেন আজসু সুপ্রিমো সুদেশ মাহাতো।পৌরসভা নির্বাচনেও জেলার মাটি আঁকড়ে পড়ে রয়েছেন প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের পোড় খাওয়া নেতা সুদেশ মাহাতো।জোর কদমে শুরু করেছেন প্রচার।বেশ কয়েকটি ওয়ার্ডে ভালো অবস্থায় রয়েছে আজসু।
তার মধ্যে ১২ নাম্বার ওয়ার্ড অন্যতম।এই ওয়ার্ডের আজসু প্রার্থী সোনা সিং।আজসুর প্রতীক কলা চিন্হ হলেও ঝালদায় আজসু প্রার্থীদের প্রতীক চিন্হ সাইকেল। সাইকেই চিন্হ নিয়ে বাড়ি বাড়ি প্রচার করে চলেছেন সোনা সিং।তাঁর প্রচারে সাথ দিয়েছেন তাঁর স্বামী কুলদ্বীপ সিং সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
আর ও পড়ুন নতুন বাড়ি তৈরি করতে হলে স্থানীয় ক্লাবকে মোটা অংকের টাকার দাবি!
আজসু সুপ্রিমো সুদেশ মাহাতো যখন প্রাথীদের জয়লাভের জন্য মিছিল জনসভা করে চলেছেন তখন ১২ নাম্বার ওয়ার্ডের আজসু প্রার্থী সোনা সিং তাঁর প্রতীক চিন্হ নিয়ে বাড়ি বাড়ি প্রচারের ওপর জোর দিয়েছেন।দিনভর চলছে তার প্রচার।এবিষয়ে প্রার্থী সোনা সিং জানান এলাকার বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছি। আমার প্রতীক চিহ্ন সাইকেল তাই প্রতীক চিহ্ন ও নকল ভোট পত্র বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে প্রচার চলছে।
প্রচারে স্বামী কুলদীপ সিং সহ পরিবারের সদস্য এবংকর্মী সমর্থকরা সাহায্য করছে। প্রচারে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান সোনা সিং।জয়ী হলে এলাকার সমস্ত উন্নয়ন মূলক কাজ এলাকার মানুষের সাথে আলোচনা করে করবেন বলে জানান তিনি।