ছাত্রমৃত্যু নিয়ে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, পুলক রায়। আনিস খান মৃত্যুর ঘটনা দুঃখজনক। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো এই ছাত্রমৃত্যু নিয়ে রাজনীতি করছে। পরিকল্পনা করে সিটের তদন্ত ভেস্তে দিতে চাইছে। ছাত্রমৃত্যু নিয়ে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বলে অভিযোগ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়।
শনিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বাম ছাত্র যুব সংগঠনের তান্ডব এবং বিজেপির বাংলা বনধের প্রতিবাদে সোমবার উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের ডাকে উলুবেড়িয়া শহরে এক প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে এই অভিযোগ করেন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। এদিনের এই মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা।
এদিন সকালে উলুবেড়িয়া স্টেশন থেকে মিছিল শুরু হয়ে উলুবেড়িয়া থানার সামনে এসে শেষ হয়। পরে মন্ত্রী পুলক রায় বলেন আমরা আনিস খানের পরিবারের পাশে আছি। ঘটনার পর আমি আনিসের বাড়িতে ৬ ঘন্টা কাটিয়েছি। প্রয়োজনে আবার আনিসের বাড়িতে যাব বলে জানান মন্ত্রী পুলক রায়। এদিন তিনি বলেন বাম রাম ডান এক হয়ে চক্রান্ত করে রাজ্যে অরাজকতার সৃষ্টি করছে।
আর ও পড়ুন বিজেপির ডাকা বনধে তেমন প্রভাব পড়লো না ঝাড়গ্রাম জেলায়
তবে এই অরাজকতাকে কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে সতর্ক করেন মন্ত্রী পুলক রায়। উলুবেড়িয়া পুরসভা নির্বাচনে বিরোধীদের সন্ত্রাসের অভিযোগ সম্পর্কে মন্ত্রী পুলক রায় বলেন বিরোধীরা মাঠ ছেড়ে পালিয়ে গিয়ে মিথ্যা অভিযোগ করছে। তিনি বলেন বাম আমলে তৃণমূল কর্মীদের ওপর নানা অত্যাচার করা হলেও তারা কখনও মাঠ ছেড়ে পালিয়ে যায়নি। বিজেপির ডাকা বাংলা বনধকে কটাক্ষ করে পুলক রায় বলেন বিজেপি বনধ ডাকলেও সেটা সফল হবে না বলে তারা ভাত ঘুম দিচ্ছে।