শিবরাত্রির রাতে সোনার দোকানে ভয়াবহ চুরি। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বুলবুলচন্ডী কেন্দুয়ায় এলাকায়।প্রথমে দেওয়াল কাটার চেষ্টা পরে টিনের চালা উঠিয়ে চোর ভিতরে ঢুকে।
এরপর চুরি গিয়েছে সাত ভরি সোনা, দেড় কেজি চাদি নিয়ে চম্পট দয় চোরের দল। মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘটনা দেখতে পেয়ে দোকানদার গোপাল দাসকে খবর দেয়। খবর পেয়ে দোকানদার এসে দোকান খুলে দেখে টিনের চালা উঠিয়ে দুটি সিন্দুক ভেঙে সমস্ত সোনা ও চাঁদি চুরি করে চম্পট দিয়েছে চোর।
আর ও পড়ুন নিউটাউন হাজরা কালীবাড়ি মন্দিরে শিব পার্বতীর পুজো দিলেন দিলীপ ঘোষ
দোকান মালিক গোপাল দাস জানান, প্রতিদিনের মত সমবার রাত্রিবেলা দোকান বন্ধ করে বাড়ি যায়। সকালে খবর পেয়ে এসে দেখি। দোকিনের দুইটি সিন্দুক ভেঙে সাত ভরি সোনা ওদেড় কেজি চাঁদি চুরি গেছ। প্রায় সাত লক্ষ টাকার খোয়া গিয়েছে। বাজার থাকলেও কোনা নিরাপত্তা ব্যবস্থা নেই। আমি প্রশাসনকে বলবো বিষয়টি গুরুত্ব সহ কারে দেখত। আমি হব্বিপুর থানায় অভিযোগ জানিয়েছি।
স্থানীয় বাসিন্দারা জানান,এলাকাটির অদুরে রয়েছে ভারত বাংলদশ সীমান্ত। নেই কোন নিরাপত্তা রক্ষী। ফলে দিনের পর দিন এলাকায় বাড়ছে চুরির ঘটনা।প্রশাসনকে বার বার জানিয়েও কোন ভ্রুক্ষেপ করছে না আর যার ফলে চুরির মত ঘটনা দিন দিন বাড়ছে।
আমরা চাই প্রশাসন বিষয়টি না দেখলে আগামীতে আরও ভয়াবহ ঘটনা ঘটবে।যদিও হবিবপুর থানার পুলিশ সুত্র জানা গিয়েছে অভিযোগর ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শিবরাত্রির রাতে সোনার দোকানে ভয়াবহ চুরি। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বুলবুলচন্ডী কেন্দুয়ায় এলাকায়।প্রথমে দেওয়াল কাটার চেষ্টা পরে টিনের চালা উঠিয়ে চোর ভিতরে ঢুকে।
এরপর চুরি গিয়েছে সাত ভরি সোনা, দেড় কেজি চাদি নিয়ে চম্পট দয় চোরের দল। মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘটনা দেখতে পেয়ে দোকানদার গোপাল দাসকে খবর দেয়। খবর পেয়ে দোকানদার এসে দোকান খুলে দেখে টিনের চালা উঠিয়ে দুটি সিন্দুক ভেঙে সমস্ত সোনা ও চাঁদি চুরি করে চম্পট দিয়েছে চোর।