Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
প্লাস্টিক বোতলে (Plastic bottel) ফুলের চাষ (Cultivation)

প্লাস্টিক বোতলে ফুলের চাষ

প্লাস্টিক বোতলে ফুলের চাষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্লাস্টিক

প্লাস্টিক বোতলে ফুলের চাষ। প্লাস্টিক বোতল দিয়ে বাগান তৈরি করা যেমন সহজ তেমনি তুলনামূলকভাবে সৌন্দর্য্যবর্ধক। ব্যালকনিতে, বাড়ির পিছনে বাগান তৈরীর ক্ষেত্রে প্লাস্টিক বোতল একটি জনপ্রিয় মাধ্যম। এ মাধ্যমটি অত্যন্ত জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এর সহজলভ্যতা, সাশ্রয়ী এবং কার্যকরী। এই পদ্ধতিতে বিভিন্ন সবজি, শাক-পাতা অথবা ফুলের গাছ লাগানো যায়।

 

জায়গার স্বল্পতা থাকলে অথবা ঘরের সৌন্দর্য বাড়াতে রঙিন বোতলে গাছ লাগানো যেতে পারে। যেকোনো বোতলেই গাছ লাগানো সম্ভব। তবে প্লাস্টিকের বোতলে গাছপালন করা একটু সোজা। বোতলের মাঝ বরাবর অথবা অনুভূমিকভাবে কেটে নিন। যদি ঝুলিয়ে রাখতে চান তাহলে দুই প্রান্তে দুটি ফুটা করে তাতে দড়ি বা তার বেঁধে নিন।

 

আর ও পড়ুন    বাড়ির টবে গাঁদা ফুলের চাষ করবেন যেভাবে

 

“এই সময় সবজি, ফল ও ফুল খুব ভালো জন্মে, তাছাড়া নিজের গাছের সবজি বা ফল খাওয়ার আনন্দটাও অনেক। চাইলেই পছন্দের ফুল, সবজি অথবা ঔষধি গাছ লাগাতে পারেন। তবে বোতলে বাগান করতে চাইলে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে যেমন- গাছ অনুযায়ী বোতলের মাপ, মাটি, সার, জলের ব্যবস্থা ইত্যাদি।” তিনি পরামর্শ দেন যে, সাধারণত বেলে ও দো-আঁশ মাটি গাছের জন্য ভালো। বোতলে মাটির পরিমাণ কম থাকে তাই এতে জৈব সার ব্যবহার করা উপযুক্ত। এতে সামান্য ‘কোকো ডাস্ট’ অর্থাৎ নারিকেলের ছোবড়া মিশিয়ে নিতে পারেন। তাহলে ওজন হালকা হবে, মাটি ঝরঝরা থাকবে। আর মাটির জল ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।

 

সাধারণত বেলে ও দো-আঁশ মাটি গাছের জন্য ভালো। বোতলে মাটির পরিমাণ কম থাকে তাই এতে জৈব সার ব্যবহার করা উপযুক্ত। এতে সামান্য ‘কোকো ডাস্ট’ অর্থাৎ নারিকেলের ছোবড়া মিশিয়ে নিতে পারেন। তাহলে ওজন হালকা হবে, মাটি ঝরঝরা থাকবে। আর মাটির জল ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।

 

বোতলে লাগানোর উপযোগী গাছ হিসেবে বেছে নিতে পারেন মৌসুমের নানা রকমের ফুল-ফল যেমন- চন্দ্রমল্লিকা, অপরাজিতা, জুঁই, মরিচ, স্ট্রবেরিসহ নানারকমের ফলের কলম করা গাছ। এছাড়াও লেটুস, ধনে, পুদিনা পাতা অথবা নানান ঔষধি গাছ যেমন- তুলসি, বাসক, ডায়াবেটিস গাছ ইত্যাদি লাগানো যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top