কলে জল নেওয়া কে কেন্দ্র করে বচসার জেরে এ্যসিড হামলায় জখম এক মহিলা । মুর্শিদাবাদের কান্দি থানার জেমো বিশ্বাস পাড়া এলাকায় রবিবার রাতে প্রতিবেশী সাথে বিবাদের জেরে অ্যাসিড হামলার শিকার হলেন এক যুবতী। আহত যুবতীর নাম রবিউননেসা খাতুন । আহত যুবতীকে আশঙ্কা জনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে “রাস্তার কলে জল নেওয়া কে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বচশা হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করলে প্রতিবাদ করে রবিউননেসা। তখনই প্রতিবেশী কাশিম সেখ ও আশিদা বিবির ও তাদের পরিবার সাথে যুবতীর ঝেমেলা হয়, মারধর করা হয় ওই যুবতী কে। হাত ছাড়িয়ে পালাতে গেলে এ্যসিড নিয়ে তাড়া করে কাশেম সেখ ও আখিদা বিবি আর রেনুকা বিবি এই তিনজন অ্যাসিড হামলা চালায়। এ্যসিডের হামলায় গুরুতর জখম হয় রবিউননেসা। স্থানীয়রা আহত যুবতীকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার জেরে প্রতিবেশী চার জনের বিরুদ্ধে কান্দি থানায় লিখত অভিযোগ দায়ের করেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।