শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৭ তম জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে

শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৭ তম জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জন্মতিথি

শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৭ তম জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে। আজ ৪ঠা মার্চ বেলুড় মঠে পালন করা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম তিথি। এই বছর ১৮৭ তম বর্ষের জন্মতিথি উৎসব পালন হচ্ছে বেলুড় মঠে। কয়েকদিন পূর্বেই বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানান হয়েছিল জন্ম তিথি উৎসব পালনের তথ্য সূচি। আজকে বেলুড় মঠে ভোর ৪ ঘটিকায় মঙ্গলারতির মাধ্যমে তিথি পালনের উৎসব শুরু হয়।

 

এরপর বেদপাঠ, স্তব গান গাওয়া হয়। এরপরে শ্রী ঠাকুরের বিশেষ পুজো ও হোম সম্পন্ন হয়। হোমের পরে গীতি আলেখ্য পাঠ করেন মঠের সন্ন্যাসীরা। এছাড়াও রামকৃষ্ণ কথামৃত পাঠ ও তার ব্যাখ্যা দান পর্ব অনুষ্ঠিত হয় আজকে। পরে ভক্তিগীত পরিবেশন, শ্রীরামকৃষ্ণ লীলা ব্যাখ্যা পাঠ করা হয় বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাট মন্দিরে। এছাড়াও শ্রীরামকৃষ্ণ বন্দনা করা হয় নাট মন্দিরেই।

 

এরপর বিকাল ৩:৩০ মিনিট থেকে মঠের প্রেসিডেন্ট মহারাজের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ধর্মসভা। এই ধর্মসভায় শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী ও বাণী পাঠ করবেন মঠের সন্ন্যাসী মহারাজ স্বামী বলভদ্রানন্দ (বাংলাতে),স্বামী শুদ্ধিদানন্দ (ইংরেজিতে), স্বামী নির্বিকারানন্দ (হিন্দিতে)। ধর্মসভা সমাপ্তির পর অনুষ্ঠিত হবে সন্ধ্যারতি শ্রীরামকৃষ্ণ মন্দিরে। শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসবের সমগ্র অনুষ্ঠানটি বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত করা হচ্ছে।

 

আর ও পড়ুন      উনি অখিলেশ যাদবের খেলাই শেষ করতে গেছেন, মমতাকে কটাক্ষ দিলীপের

 

তবে আজকের দিনে ভক্ত ও দর্শনার্থীদের মঠের ভিতরে প্রবেশাধিকার থাকচ্ছে তাকে স্বভাবতই খুশি ভক্ত ও দর্শনার্থীরা। আজকে ভক্তরা মঠের প্রেসিডেন্ট মহারাজেকে প্রণাম করার সুযোগ পাবেন। পাশাপাশি শুকনো প্রসাদ দেওয়া হবে বলেই বেলুড় মঠ সূত্রে খবর। আজকে সকাল থেকেই ভক্তদের সেই চেনা ভিড় বেলুড় মঠের গেটের সামনে।

 

প্রসঙ্গত সম্প্রতি বেলুড় মঠ বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত মাসের ২৩ তারিখ থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল বেলুড় মঠের দরজা কিন্তু বেলুড় মঠের কমিউনিটি কিচেন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলেই বেলুড় মঠ সূত্রে জানান হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top