শ্রাবন্তি সহ চারজনকে জিজ্ঞাসাবাদ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের । শিকল বাধা অবস্থায় বেজির সাথে সেলফি পোস্ট শ্রাবন্তীর।সেই কেসে শ্রাবন্তী,মেকআপ আর্টিস্ট, এক গাড়ির চালক সহ চারজনকে জিজ্ঞাসাবাদ।জিজ্ঞাসাবাদ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এর।গতকালের পর আজ ফের শ্রাবন্তী,মেকআপ আর্টিস্ট ও শুটিং স্পটের গাড়ির চালক সহ চার জনকে তলব করা হয়।ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এর দফতরে হাজির শ্রাবন্তী।
গতকালের পর আজ ফের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের দফতরে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।সঙ্গে শুটিংয়ের সময় উপস্থিত থাকা বেশ কয়েকজন।গতকাল জিজ্ঞাসাবাদের পর ফের তাকে আসতে বলা হয়।সেই মত আজ ফের আসেন শ্রাবন্তী।
মূলত এই বেজি টি যেটা নিয়ে শ্রাবন্তী সেলফি পোস্ট করেছিল।যেখানে বেজির গলায় শিকল পড়ানো ছিল।সেই পোস্ট নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।
আর ও পড়ুন ট্রেনে নতুন স্টপেজ সংযোজনের সিদ্ধান্ত বাড়ানো হলো
এই বেজিটি কোথায় ছিল, কার কাছে ছিল সেই বিষয় জানার চেষ্টা করছে তদন্তকারীরা।যদিও গতকাল জিজ্ঞাসাবাদে জানায় কোনো একটি শুটিং স্পটে এই বেজিটি একজন নিয়ে আসে তখন শ্রাবন্তী সেলফি তোলে।সেই শুটিং স্পটে কে নিয়ে আসে, তাকে কি শুটিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল।নাকি এই ভাবে শিকল পরিয়ে তাকে কেউ পুষছিলো।
এখন সেই বেজিটি কোথায় আছে সেই সব বিষয়ে জানতে যেমন একদিকে শ্রাবন্তীকে জিজ্ঞাসাবাদ করা হবে তেমনি ওই শুটিংয়ের সময় যারা ছিল তাদের বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে।সেই মত একজন গাড়ির চালক সহ চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সঙ্গে শ্রাবন্তী।